নিজস্ব প্রতিবেদন: গঙ্গাসাগরে মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার নবান্নে মেলায় দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে এক প্রস্তুতি সংক্রান্ত পর্য়ালোচনা বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই বৈঠকে মমতা বলেন


## পৃথিবীর ইতিহাসে এমন মেলা বিরল যেখানে মানুষ এতটা জল পেরিয়ে মেলা প্রাঙ্গনে যায়। 


জোয়ারের উপরে নির্ভর করে মেলায় যাতায়াত। এনিয়ে জেলাশাসক উল্গানাথনের কাছে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। তবে উল্গানাথন জানান, সাগরে যাওয়ার পথ ড্রেজিং করা হয়েছে। এর ফলে দিনে ১৮ ঘণ্টা যাত্রী চলাচল করতে পারে।


## ভিড় সামাল দেওয়ার জন্য এবার ৫১ কিলোমিটার ব্য়ারিকেড দেওয়া হচ্ছে। বসানো হচ্ছে ১০৫০টি সিসিটিভি বসানো হচ্ছে। সঙ্গে থাকছে ২০টি নজরদারি ড্রোন, জিপিএস গাইডেড মনিটারিং, ইন্ট্রিগ্রেটেড কন্ট্রোল রুম থাকছে। জানালেন মমতা।


##  অনলাইনে থাকছে ই-দর্শন। এছাড়াও অনলাইনে অর্ডার করলে দেশের যে কোনও প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল ও প্রসাদ পৌঁছে দেওয়া হবে।


## থাকছে পিলগ্রিমেজ ম্যানেজমেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। এটি ভিড় সামাল দিতে কাজে লাগবে। কেউ হারিয়ে গেলে খুঁজে পাওয়ারও ব্যবস্থা থাকছে। মেলা সম্পর্কে বিস্তারিত থাকবে মোবাইল অ্য়াপে।


## থাকছে কোভিড ওয়ার্ড সফটওয়্য়ার। সেখানে থাকবে কোথায় কত বেড খালি। তা ছাড়া করোনা সম্পর্কিত অন্যান্য তথ্য।


## দুর্ঘটনা মোকাবিলায় থাকছে ২১০০ সিভিল ডিফেন্সের কর্মী মোতায়েন থাকবে। এছাড়াও থাকবে অন্য়ান্য স্বেচ্ছাসেবকরা। এসডিআরএফ, এনডিআরএফ রেখে দিলেও ভালো হয়।


## ১০টি অস্থায়ী ফায়ার স্টেশন হচ্ছে। সেখানে থাকবে ১০টি ইঞ্জিন। জলের ব্যবস্থা করা হচ্ছে আলাদা করে।


##  তীর্থযাত্রীদের জন্য থাকছে ৫ লাখ টাকা বিমা। এটি লাগু থাকবে ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। মেলায় আগত সবার জন্য এটি প্রয়োজ্য।


## ভারত সেবাশ্রম সংঘ সহ ১৪০টি এনজিওর তরফে ৬৫০০ স্বেচ্ছাসেবক থাকবেন।


## মেলা প্রাঙ্গন সাফ রাখার জন্য ১০ হাজারের বেশি টয়লেট , ৭টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট থাকছে। আবর্জনা সাফের জন্য ৩টি ই-কার্টের ব্যবস্থা থাকছে।


## বিচ সাফ রাখার জন্য থাকছে ২৫০০ স্বেচ্ছাসেবী।


## মানুষকে সচেতন করতে কাজে লাগানো হচ্ছে সেলফ হেলপ গ্রুপ।


## আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি ও প্লাস্টিক ফ্রি গঙ্গাসাগর মেলা।


## মেলার সব প্রবেশ পথে ১৩টি মেডিক্য়াল স্ক্রিনিং ক্য়াম্প হচ্ছে। থাকছে ১৩টি আরটিপিসিআর ফেসিলিটি ক্য়াম্প।


## কোভিড বিধি মেনেই মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় আগত সবাইকে মাস্ক পরতে অনুরোধ করা হচ্ছে।


## ৬০০ বেডের একটি কোভিড হাসপাতাল থাকছে। থাকছে ৮চি সেফ হোম, ৫টি আইসোলেশন সেন্টার ও ১১টি কোয়ারেন্টাইন সেন্টার।


## থাকছে ৩টি ওয়াটার অ্য়াম্বুল্য়ান্স, ৮৫টি অন্য অ্য়াম্বুল্য়ান্স ও ২টি এয়ার অ্য়াম্বুল্য়ান্স। রয়েছে গ্রিন করিডরের ব্যবস্থা....


## হাওড়া, শিয়ালদহ বিশেষ ট্রেন।


##  মেলায় আসার পথে প্রতিটি থানায় মে আই হেলপ ইউ ক্য়াম্পের প্রস্তাব। হিন্দভাষী মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা। 


## এরকম বড় মেলায় কোনও ভিভিআইপিকে অ্য়ালাউ করি না।


## কাল চারটের গঙ্গাসাগরে পুজো দেব। পরশু ওয়াদের খারাপ রয়েছে বলে কাল গঙ্গা সাগরে চলে যাব।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)