নিজস্ব প্রতিবেদন : তরুণী যাত্রীকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা সল্টলেক রুটের এক অটোচালকের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর 'ধমক খেয়ে' মন্ত্রিত্ব থেকে ইস্তফা শোভন চট্টোপাধ্যায়ের


নির্যাতিতা তরুণী আদতে জয়পুরের বাসিন্দা। কেষ্টপুরে বাড়ি ভাড়া করে থাকেন তিনি। সল্টলেকে নার্সিংয়ের দেখাশোনার কাজ করেন। তরুণী জানিয়েছেন, মঙ্গলবার কাজ শেষে সল্টলেক থেকে উল্টোডাঙা আসার জন্য সল্টলেক রুটের একটি অটোতে ওঠেন তিনি। অটোচালক বলে, তাঁকে ভিআইপি ছেড়ে দেবে। ভাড়া ২০ টাকা। রাজি হয়ে যান তরুণী।


অভিযোগ, এরপরই ভিআইপি না নিয়ে গিয়ে অটোচালক তরূণীকে নিয়ে সল্টলেক হয়ে নিউটাউন চলে যান। তারপর ইডেন কোর্ট এলাকার একটি ফাঁকা নির্জন জায়গায় অটো দাঁড় করিয়ে, ওই তরুণীর সঙ্গে জোর জবরদস্তি শুরু করে অভিযুক্ত অটোচালক। তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। বাধা দেন তরুণী।


আরও পড়ুন, "এক মহিলার পাল্লায় পড়ে সব শেষ, আমি আজও ওনাকে ভালোবাসি"


অভিযোগ, বাধা পেয়ে ওই তরুণীকে মারধর করে অভিযুক্ত। কাউকে যাতে ফোন করে খবর দিতে না পারে, সেজন্য ফোন কেড়ে নেয়। এমনকি, গলা টিপে মেরে ফেলার চেষ্টাও করে অটোচালক। চিত্কার করে ওঠেন তরুণী।


আরও পড়ুন, নিউটাউন শুটআউট: জমি বিক্রির মুনাফা নিয়ে অশান্তিতেই খুন, গ্রেফতার মূল অভিযুক্ত


তরুণীর চিত্কারে ছুটে আসেন স্থানীয়রা। নির্যাতিতাকে উদ্ধার করেন তাঁরা। অভিযুক্ত অটোচালককে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী।