ওয়েব ডেস্ক: কয়েক মাসে কমেছে LPG-র র দাম। তা সত্বেও বাড়ছে অটোর ভাড়া। পুজোর আগে থেকেই কোনও রুটে বেড়ে গিয়েছে অটোর ভাড়া। কোথাও আবার রাত বাড়লে বা বৃষ্টি পড়লেই বর্ধিত ভাড়ার সঙ্গে চড়ছে দাম। বেলাগাম অটো ভাড়া। জ্বালানির যদি দামই কমে, তাহলে কেন বর্ধিত ভাড়া দিতে হবে অটোয়? উঠছে প্রশ্ন। কতটা কমেছে LPG-র দাম? এক নজরে তা দেখে নেওয়া যাক। মার্চের ষোলো তারিখ LPG-র  দাম ছিল আটত্রিশ টাকা ছাব্বিশ পয়সা। পয়লা নভেম্বর সেই দাম কমে এসেছে তেত্রিশ টাকা একাশি পয়সায়। অর্থাত্ লিটার প্রতি চার টাকা পঁয়তাল্লিস পয়সা কমেছে দাম।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!


কলকাতায় বৈধ রুট  রয়েছে একশো পঁচিশটি। এবার এক নজরে দেখে নেওয়া যাক, কোন রুটে ভাড়া বেড়েছে অটোর।


গড়িয়াহাট থেকে রামলাল বাজার-২ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে
বোসপুকুর থেকে গড়িয়াহাট-১ টাকা ভাড়া বেড়েছে
গড়িয়াহাট থেকে রুবি মোড়-২ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে
রুবি মোড় থেকে যাদবপুর থানা-২টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে
যাদবপুর মোড় থেকে নয়াবাদ-২টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে
যাদবপুর মোড় থেকে কালিকাপুর-১টাকা ভাড়া বেড়েছে
শিয়ালদহ থেকে পাইকপাড়া-১ টাকা ভাড়া বেড়েছে
উল্টোডাঙা থেকে ফুলবাগান-২ টাকা ভাড়া বেড়েছে
পার্ক সার্কাস থেকে ধর্মতলা-২ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে
পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট-২ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে
উল্টোঙা থেকে করুণাময়ী-২ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে
আরজিকর থেকে করুণাময়ী-২ টাকা ভাড়া বেড়েছে
উল্টোডাঙা থেকে আহিরীটোলা ঘাট-ইচ্ছামত ভাড়া দাবি


আরও পড়ুন  ইশান্ত কোন পরিবারে বিয়ে করছেন জানেন!