নিজস্ব প্রতিবেদন:  চতুর্থ দফা লকডাউনের মাঝেই বুধবার থেকে শহরে চালু হল অটো পরিষেবা। মোট ১৫টি রুটে আজ থেকে অটো চলাচল শুরু হয়েছে। তার মধ্যে পুরনো ভাড়াতেই নটি রুটে চলছে অটো।
সুরক্ষার কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব মেনেই অটোর লাইনে দাঁড়ান যাত্রীরা। দুজন করে যাত্রী অটোতে ওঠেন। স্বাস্থ্য়বিধি মেনে চালকের সঙ্গে থাকে স্যানিটাইজার। চালকের পাশে কোনও যাত্রী বসতে পারবেন না। পিছনে দূরত্ব বজায় রেখে দুজন যাত্রী বসবেন। চালকের পাশের আসন দড়ি দিয়ে বাঁধা থাকবে সঙ্গে ফাইবারের পাতলা প্লেট দিয়ে বিভাজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


৫৫টি রুটে পরিষেবা, এবার শহরের রাস্তায় পাঁচ মিনিট অন্তর অন্তর সরকারি বাস!
শহর ও শহরতলি মিলিয়ে মোট অটো রুট ১১৬টি। কাটা রুট আরও ৩০টি।  অর্থাৎ মোট ১৪৬টি অটো রুট। তার মধ্যে ১৫ টি রুটে অটো চলছে। এর মধ্যে ৯ টি রুটে দুজন করে যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় অটো চলছে। বাকি ৬ টি রুটে ৫ থেকে ১৫ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে।


যে যে রুটে অটো চলছে


গড়িয়া থেকে গড়িয়াহাট ।
পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট ।
খিদিরপুর থেকে গার্ডেনরিচ।
মোমিনপুর থেকে রামনগর ।
কড়েয়া থেকে সায়েন্স সিটি। যাদবপুর থেকে রানিকুঠি ।