নিজস্ব প্রতিবেদন : রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে তথ্য গোপনের অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর অভিযোগের নিশানায় মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাবুল। টুইটারে বাবুল লিখেছেন, কোভিড-১৯-এর তথ্য চেপে রাখা হচ্ছে। সত্যিকে সামনে আসতে দেওয়া হচ্ছে না। তথ্য গোপন করে গোটা রাজ্যকে ঘোর বিপদে মুখে ঠেলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এদিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে যোগ না দেওয়ার প্রসঙ্গেও মমতাকে বিঁধেছেন বাবুল। চাঁছাছোলা ভাষায় এঘটনার ধিক্কার জানান কেন্দ্রীয় মন্ত্রী। নিন্দার জন্য কোনও শব্দ-ই যথেষ্ট নয় বলে টুইটে তোপ দাগেন বাবুল।


প্রসঙ্গত, এদিন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বুধবার সাংবাদিক বৈঠকে মমতা দাবি করেন, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। বাকি ৩ জনের মৃত্যুর কারণ অন্য।


বলে রাখি, নবান্নে শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ৭ জন। পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ জন। এরফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩।


আরও পড়ুন,  'কোনও ফেল নয়, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে পাস করাতে হবে'