নিজস্ব প্রতিবেদন: কয়েক দিন আগেও ছিলেন বিরোধী মঞ্চে। মাঝে দল বদলেছেন। বুধবার প্রথমবার তৃণমূলের কর্মসূচি-মঞ্চে আবির্ভাব হল বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। উপলক্ষ নজরুল মঞ্চে দলীয় মুখপত্র 'জাগো বাংলা'র শারদ সংখ্যার প্রকাশ অনুষ্ঠান। তৃণমূলের বাঙালিয়ানার সঙ্গে সাযুজ্য রেখে বাবুল গাইলেন প্রতুল মুখোপাধ্যায়ের রচিত 'আমি বাংলায় গান গাই'।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সভামঞ্চে এ দিন মমতাকে (Mamata Banerjee) পিয়ানিকা উপহার দেন বাবুল (Babul Supriyo)। এই বাদ্যযন্ত্রটি বাজাতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী। সেটি উপহার হিসেবে পেয়ে তখন মমতার চোখ-মুখে যেন হাজার ওয়াটের আলো। তিনি বলেন,''এই দেখো বাবুল আমায় উপহার দিচ্ছে। একবার আমি চেয়েছিলাম এটা। আমার ফেভারিট। ২৩ জানুয়ারির অনুষ্ঠানে দেখেছিলাম। একজন লাল কালারের বাজাচ্ছিল। আমাকে নীল দিয়েছে। দারুণ দারুণ। এটা আমার কাজে লাগবে।'' 
       
পিয়ানিকা নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন মমতা। তখনই সেটি বাজাতে চান। পাশে দাঁড়িয়ে ইন্দ্রনীল বলে ওঠেন,''বাবুল তুমি হাওয়া দাও।'' সেটাই করলেন বাবুল। মমতা সুর তুললেন পিয়ানিকায়। নতুন বাদ্যযন্ত্রে সুর তুলতে গেলে অভ্যাস দরকার বলে নিজে জানান নেত্রী। মুশকিল আসান হলেন বাবুল। হাসির ছলে তিনি বলেন,''নইলে আমাকে ডেকে নেবেন। আমি ফুঁ দেব।''


আসানসোলের সাংসদের কথা কেড়ে মমতাও (Mamata Banerjee) হাসতে হাসতে বলেন,''বাবুল গাইবে। আমি বাজিয়ে দেব। এটা প্র্যাকটিস করতে হবে। হারমোনিয়ামের রিডের সঙ্গে মিলছে না। এটায় রিড কম।''


আরও পড়ুন- Mamata Banerjee: দুর্গাপুজোর চমক! গান গাইলেন মুখ্যমন্ত্রী, বুধবারই অ্যালবাম প্রকাশ


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)