নিজস্ব প্রতিবেদন: নাড়ির সম্পর্ক না থাকলেও, দু'জন পরস্পরকে দাদা-বোনের চোখে দেখেন। দল বদলে যাওয়ায় সেই বোনের বিরুদ্ধে কি ভবানীপুরে প্রচার করবেন সদ্য দলত্যাগী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)? এই বিষয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এখনও কথা না বললেও, মুখ খুলেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার ভবানীপুরে প্রচারের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, "আমি রাজনীতি এবং ব্যক্তিগত সম্পর্ককে আলাদা জায়গায় রাখি। আমার বিশ্বাস বোনের বিরুদ্ধে উনি প্রচার করবেন না। আমিও ওনার জায়গায় হলে করতাম না। এবার ওনার সিদ্ধান্ত কী করবেন। ওনার জন্য রাজনীতি বড় নাকি ব্যক্তিগত সম্পর্ক।"


আরও পড়ুন: Rujira Banerjee: ভবানীপুরে ভোটের দিনই রুজিরাকে তলব, অভিষেক-পত্নীর বিরুদ্ধে দিল্লির আদালতে ED


আরও পড়ুন: Jagdeep Dhankhar: স্টেট ফিন্যান্স কমিশন গঠনে অস্বচ্ছতার অভিযোগ, রাজ্যকে নিশানা রাজ্যপালের


শনিবারই Zee ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাবুল জানিয়েছেন, তিনি বেঞ্চে বসতে ভালো বসেন না। যে দল তাকে প্রথম এগারোয় সুযোগ দেবে, তিনি সেই ক্লাবে খেলবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার একাটই দেখার ভাবনীপুরের ২২ গজে তৃণমূল বাবুলকে সুযোগ দিলে, 'বোন' প্রিয়াঙ্কার বিরুদ্ধে তিনি ঝাঁঝালো ব্য়াটিং করেন? নাকি সম্পর্কের টানাপোড়েনে বোল্ড আউট হয়ে যান।