TMC-তে যাওয়ার এটাও কারণ! Babul-কে দু`বার ফোন করে কী এমন বলেছিলেন Mamata
কখনও ক্যানভাস কখনও কবিতাকে প্রতিবাদের ভাষা করেছেন মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কবিতা, গান লেখেন। ছবি আঁকেন। শতাধিক বইয়ের লেখিকাও। বিধায়ক হিসেবে মাইনে নেন না। বইয়ের স্বত্ত্বের টাকাতেই তাঁর চলে যায় বলে জানিয়েছেন নেত্রী। মমতার দলে ঢুকে তাই গানের চর্চা চালাতে কোনও অসুবিধা হবে না বলে মনে করেন বাবুল (Babul Supriyo)। জানালেন, দলবদলের অন্যতম কারণও এটা।
রবিবার সাংবাদিক বৈঠকের একেবারে শেষে বাবুল জানান,'কাজ মন দিয়ে করলে আমি গানের জন্য সময় পাব। এটা ঈশ্বরদত্ত উপহার পেয়েছি। আমি গানের মানুষ। গানে ফিরতে চাই। মনের খুশিতে গান গাইতে পারব। কাজও করতে পারব। তৃণমূলে যোগ দিয়ে এটাও বড় পাওনা। কাল দিদির সঙ্গে দু'বার কথা হয়েছে। উনি নিজেও সিন্থেসাইজার বাজান। আমায় বলেছেন মন দিয়ে কাজ করো। আর মন দিয়ে গান গাও।'
কখনও ক্যানভাস কখনও কবিতাকে প্রতিবাদের ভাষা করেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর আঁকা ছবিও সরকারের নানা কর্মসূচির লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে। সময় পেলেই রং-তুলি নিয়ে ছবি আঁকেন। আবার পুজোয় সুরুচি সঙ্ঘের থিম সং-ও লিখে দেন। শুধু কি তাই, গতবছর মহালয়ায় গানও গেয়েছিলেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন- Babul: ঝালমুড়িতেই চার কথা, ৬ বছর পর 'গোপন গপ্পো' ফাঁস করলেন দিদি-র সুপ্রিয়