অভিনয়ে সুযোগের আশ্বাস দিয়ে শ্লীলতাহানি, বাগুইআটিতে গ্রেফতার ১
প্রস্তাবে রাজি না হওয়ায় ওই মহিলার বিরুদ্ধে টাকা ধার নিয়ে শোধ না-করার অভিযোগ তোলেন ওই ব্যক্তি। মোবাইল ফোনে তো বটেই এমনকী অফিসের ল্যান্ডলাইনে ফোন করেও তাঁকে উত্যক্ত করতে থাকেন অর্ণব রায়। শুক্রবার পরিস্থিতি চরমে পৌঁছয়।
নিজস্ব প্রতিবেদন: অভিনয়ের সুযোগ করে দেওয়ার নামে মহিলাকে কুপ্রস্তাব। বছরের পর বছর উত্যক্ত করার পর গ্রেফতার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম অর্ণব রায়। কলকাতা লাগোয়া বাগুইআটি এলাকার ঘটনা।
অভিযোগকারিনীর দাবি, ২০১৫ সালে মেয়ের স্কুলে ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। এর পর থেকেই যোগাযোগ বাড়তে থাকে। নিজেকে চলচ্চিত্র পরিচালক বলে দাবি করে ওই ব্যক্তি মহিলাকে ছবিতে সুযোগ করে দেবেন বলে আশ্বাস দেন। পরে ফোনে বার বার তাঁকে শারীরিক সম্পর্ক তৈরির প্রস্তাব দিতে থাকেন বলে অভিযোগ।
নিজের ফ্ল্যাটেই শ্লীলতাহানির শিকার অভিনেত্রী
প্রস্তাবে রাজি না হওয়ায় ওই মহিলার বিরুদ্ধে টাকা ধার নিয়ে শোধ না-করার অভিযোগ তোলেন ওই ব্যক্তি। মোবাইল ফোনে তো বটেই এমনকী অফিসের ল্যান্ডলাইনে ফোন করেও তাঁকে উত্যক্ত করতে থাকেন অর্ণব রায়।
শুক্রবার পরিস্থিতি চরমে পৌঁছয়। অভিযোগ, ওই ব্যক্তি বাড়ি এসে অভিযোগকারিনীর শাশুড়িকে লাঞ্ছনা করেন। এর পরই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে শনিবার অর্ণব রায়কে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিস। ধৃতকে শনিবার বারাসত আদালতে পেশ করা হয়েছে।