নিজস্ব প্রতিবেদন: বিজেপির রোড শোয়ে শোভন-বৈশাখীর গরহাজিরায় তুঙ্গে বিতর্ক। শোনা গিয়েছিল, গোঁসার কারণে উপস্থিত হননি শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishaki Banerjee)। তবে মঙ্গলবার বৈশাখী দাবি করলেন, অসুস্থতার জন্য যাননি রোড শোয়ে। এজন্য কর্মী-সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন।         


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Zee ২৪ ঘণ্টাকে বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishaki Banerjee) বলেন,'কর্মী-সমর্থকদের কাছে ক্ষমা চাইব। ২ জানুয়ারি ভুবনেশ্বর থেকে কলকাতায় আসি। ৩ তারিখ রাত দেড়টা পর্যন্ত মিটিং চলছিল। রাতের দিকে শরীর বইছিল না। রক্তচাপ ওঠানামা করছিল। আমার থেকেও বেশি অসুস্থ ছিলেন শোভনবাবু। জ্বর ছিল।' তবে শরীর অসুস্থ থাকলেও মিছিলে থাকার চেষ্টা করেছিলেন তাঁরা। বৈশাখীর কথায়,'কাউকে হতাশ করতে চাইনি। আপ্রাণ চেষ্টা করেছিলাম। রাকেশ সিংকে বলেছিলাম, যদি না আসি মিছিল থেমে থাকবে না। তা যেন ছন্দেই হয়। পুলিস অনুমতি দিচ্ছিল না। তা নিয়েও শঙ্কায় ছিলাম। শেষপর্যন্ত মিছিল হয়েছে, এটাই স্বস্তির।' 


গত ২৭ ডিসেম্বর কলকাতা জোনের পর্যবেক্ষক করা হয় শোভন চট্টোপাধ্যায়কে। আর সহ-পর্যবেক্ষক হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে রোড শোয়ে বিজেপিতে আত্মপ্রকাশ হত তাঁদের। কিন্তু তাঁরা এলেন না। ফলে বিজেপির অন্দরেই শোভন-বৈশাখীকে নিয়ে উঠতে শুরু করে হাজারো প্রশ্ন। এ দিন বৈশাখী জানিয়ে দিলেন, শরীর খারাপ হলেও মনখারাপ হয়নি। বিধানসভাকে সামনে রেখে রণনীতি সাজাচ্ছেন। তিনি বলেন,'এত বড় জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে কাজ শুরু করলে কোনওভাবেই টার্গেটে পৌঁছনো সম্ভব নয়। প্রতিদিন বৈঠক চলছে। শোভনবাবু কাজ ভাগ করে দিচ্ছেন। আগামী দিনে সাংবাদিক বৈঠকও করবেন। বিজেপির কাজে আমরা নিয়োজিত।'


আরও পড়ুন- কালিবিহীন কলম! কাজের সুযোগ না পেয়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফা Laxmi-র