নিজস্ব প্রতিবেদন: বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচারে বগটুইয়ের প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ওই আসনে এবার বিজেপির টিকিটে লড়াই করছেন কেয়া ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুব্রত মুখোপাধ্য়ায়ের মৃত্যুর পর ওই আসনে এবার তৃণমূলের প্রার্থী বিজেপি থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। ওই আসনেই সোমবার প্রচারে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি প্রার্থী জেতা নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার বলেন, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে গতবার আমরা অনেক কম ভোট পেয়েছিলাম। তবে এবার বিজেপির জেতার ভালো সম্ভাবনা রয়েছে। কারণ এই অঞ্চলের সংখ্যালঘুরা বুঝতে পারছেন, তৃণমূলের হাতে পড়লে তাদের বগটুইয়ের মত পুড়ে মরতে হবে।


উল্লেখ্য, গত ২১ মার্চ রামপুরহাটের এক উপপ্রধান খুন হওয়ার পর বগটুই গ্রামে একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। বিরোধীদের দাবি, এই হল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। রাজ্যে বহু জায়গা বগটুইয়ের মতো হয়ে রয়েছে। ওি ঘাটনাকে হাতিয়ার করছে বিজেপিও। যদিও তৃণমূলের দাবি, যারা মেরেছে এবং যারা মরেছে তারা সবাই তৃণমূল কংগ্রেসের। ফলে বিরোধীদের নিরাপত্তার অভাব হচ্ছে কোথায়।     


আরও পড়ুন-খেলনার টোপ দিয়ে বাগানে 'ডাক', নির্জনে নাবালিকার 'চরম ক্ষতি' করল পাড়ার কাকু


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)