নিজস্ব প্রতিবেদন : দলের প্রথম রাজ্য সমন্বয় বৈঠকে অনুপস্থিত। এর আগে অনুপস্থিত ছিলেন বিশ্ব আদিবাসী দিবসে জেলার সরকারি আদিবাসী হুল উৎসবেও। আর তাতেই ছড়ায় জল্পনা। বিভিন্ন মহলে শুরু হয়ে যায় গুঞ্জন। এমনও শোনা যায় গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন শুভেন্দু! যদিও তার সত্যি-মিথ্যা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষ-ই। সমর্থন যেমন কেউ করেননি, তেমনই জোর গলায় খারিজও কাউকে করতে শোনা যায়নি। এমন পরিস্থিতিতে এবার দলের সর্বোচ্চ ও দলনেত্রীর কাছ থেকে শুভেন্দু অধিকারীর কাছে বার্তা গিয়েছে বলে খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূল সূত্রে খবর, তিনি যেন দল ও সরকারি সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন, এমন বার্তাই গিয়েছে শুভেন্দুর কাছে। তাঁর অনুপস্থিতিতে তৈরি হয়েছে নানান রকম জল্পনা। যেহেতু তিনি গুরুত্বপূর্ণ সদস্য, তাই দলীয় বৈঠক ও সরকরি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির প্রয়োজনীয়তা রয়েছে। এরকম বার্তা-ই শুভেন্দু অধীকারীকে দেওয়া হয়েছে বলে খবর। 


প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জল্পনা অনেদিন ধরেই শোনা যাচ্ছিল। তারপরই তাঁর এই অনুপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দেয়। আর সেই জায়গা থেকেই এই বার্তা। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।


আরও পড়ুন, 'তাঁরা দেখানোয় না কাজে বিশ্বাসী', স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর জন্য গান গেয়ে বার্তা রাজীবের