নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুরসভায় ভোটের দিন ঘোষণা হতে পারে শীঘ্রই। তবে হাওড়া পুর-বিল নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে। তবে শুধু হাওড়া ও কলকাতাই নয় সব পুরসভার ভোট এক সঙ্গে করার পক্ষপাতী রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে এক বৈঠকে ওই বিষয়টির উপরেই জোর দিয়েছেন ধনখড়। এমনটাই সূত্রের খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Birbhum:  'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব'! দুবরাজপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ-বোমাবাজি, আহত ৬


কেন হাওড়া পুরসভার ভোট নিয়ে সমস্য়া? হাওড়া পুরসভা থেকে কয়েকটি ওয়ার্ড কেটে নিয়ে তা বালি পুরসভায় যোগ করা হয়েছে। এনিয়ে একটি বিল পাস করিয়েছে রাজ্য সরকার। সেই বিলে এখনও সাক্ষর করেননি রাজ্যপাল। ফলে তা আইনে পরিণত হতে পারছে না। বিলটি সম্পর্কে বিস্তারিত জানতে চার দফায় ব্য়াখ্যা চেয়েছেন তিনি। এনিয়ে একপ্রকার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতেই গিয়েছেন রাজ্যপাল। এখনও হাওড়া পুরভোটের বিজ্ঞাপিত জারি হয়নি। ফলে হাওড়া পুরসভার ভোটে নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কলকাতা পুরভোটের তোড়জোড় শুরু হয়েছে। 


গতকাল পর্যন্ত খবর ছিল হাওড়া ও কলকাতা পুরসভার ভোটের বিজ্ঞপ্তি একসঙ্গে জারি হবে। কিন্তু হাওড়া পুর বিল রাজ্যপাল যদি না পাস করেন তাহলে সেখানে পুরভোট করানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে। সেক্ষেত্রে কলকাতা পুরসভার জন্য ভোটের বিজ্ঞাপ্তি জারি করতে পারে কমিশন। তবে আজ রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল। সেখানে রাজ্যপাল রাজ্যের সব পুরসভার ভোট একসঙ্গে করার পক্ষপাতী বলে জানিয়েছেন।


এদিকে, রাজ্যপাল চাইলেও এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্যপাল। এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। পাশপাশি, রাজ্যের সব পুরসভায় একসঙ্গে ভোট করাতে গেলে যে সংখ্যায় ইভিএম প্রয়োজন তা কমিশনের কাছে নেই। তাই সমস্য়া একটা রয়েইছে। তবে হাওড়ার ভোট না হলে শুধুমাত্র কলকাতায় পুরভোটের বিজ্ঞপ্তি দিতে পারে রাজ্য নির্বাচন কমিশন।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)