ওয়েব ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে এবার বাংলা ছবির জয়জয়কার। ১১ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের পর চলচ্চিত্র উত্‍সব শুরু হচ্ছে বাংলা ছবি দিয়ে। যা কলকাতা  চলচ্চিত্র উত্‍সবে এই প্রথম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবারের ২২তম কলকাতা চলচ্চিত্র উত্‍সবের অন্যতম আকর্ষণ বাংলা প্যানোরামা। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা মিলিয়ে মোট ১৫৫টি ছবি নির্বাচিত। তবে সেরার সেরা বাংলা ছবি তো বটেই! সুদেষ্ণা রায় ও অভিজিত্‍ গুহ পরিচালিত বেঁচে থাকার গান। এই ছবি দিয়েই শুরু উত্‍সবের প্রথম দিনের পর্ব। এমনই আভাস পাওয়া গেছে নন্দন কতৃপক্ষের পক্ষ থেকে। ২রা ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি । তার আগে এইভাবে প্রথম স্থানে নিজেদের ছবি নির্বাচিত হওয়ায় আপ্লুত পরিচালক সুদেষ্ণা রায়।


আরও পড়ুন- 34B হরিশ চ্যাটার্জি স্ট্রিট ছেড়ে, এবার নয়া ঠিকানায় মুখ্যমন্ত্রী?


এই ছাড়াও বেঙ্গলি প্যানোরামায় রয়েছে আরও সাতটি ছবি। অনিকেত চট্টোপাধ্যায়ের শঙ্কর মুদি। যেখানে শঙ্কর মুদির চরিত্রে কৌশিক গাঙ্গুলি। অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত গহিন হৃদয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গুহামানব অবলম্বনে পারমিতা মুন্সির প্রথম ছবি গুহামানব। শতরূপা স্যানালের ছবি অন্ধকারের নদী। রবীন্দ্রনাথের হঠাত্‍ দেখা কবিতা অবলম্বনে রেশমি মিত্রর হঠাত্‍ দেখা। উচ্ছ্বসিত রেশমি মিত্র।


রয়েছে অনির্বাণ পারিয়ার পরিচালনায় বাজে ছবি এবং শমীক রায়চৌধুরীর এক্সপেরিমেন্টাল ছবি ডি মেজর। তবে প্রতিটি ছবিই কম বাজেটের। কারণ বেশি বাজেটের ছবির প্রযোজকরা নাকি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছবি পাঠাতে উদ্যোগ নেননি তেমন।


.আরও পড়ুন- দুর্ঘটনার পর তাঁর পাশে থাকার জন্য অভিষেক কী দিচ্ছেন অনুরাগীদের জানেন?