ওয়েব ডেস্ক:হাতে গোনা কয়েকটা দিন। তার পরেই শারদ উত্সব। উমা বরণের প্রস্তুতিতে মেতে উঠেছে বাঙালি। কুমোরটুলিতে ধীরে ধীরে রূপ পাচ্ছে প্রতিমা। পাড়ায়-পাড়ায়  জোর কদমে শুরু  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আকাশ এখনও ঢাকা কালো মেঘে, মাঝে মধ্যেই অঝোর ধারায় বৃষ্টি। তবে তার মধ্যেই শুরু হয়ে গেছে উত্সবের প্রস্তুতি। আশ্বিনের শুরতেই এবার পুজো... হাতে সময় বড় কম। কুমোরটুলিতে শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে রূপ পাচ্ছে প্রতিমা।


কুমোরটুলির ব্যস্ততার ছোঁয়া মহানগরীর পাড়ায়-পাড়ায়।  রবিবার শহরের এদিক-ওদিক অনেক উদ্যোক্তাই সেরে । ফেললেন খুঁটি পুজো। হয়ে গেল উত্সবের শুভ মহরত্ । ঢাকুরিয়া সার্বজনীনের খুঁটি পুজো উপলক্ষ্যে হাজির ছিলেন মেয়র পারিষদ  দেবাশিস কুমার, অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। আনুষ্ঠানিক ভাবে পুজোর প্রস্তুতি শুরু করে দিল ভবানীপুরের ঋত্বিক ক্লাবও। খুঁটি পুজোর পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।


নিউ আলিপুরে বৃদ্ধের রহস্য মৃত্যুর তদন্তে উঠছে একাধিক প্রশ্ন