বালিগঞ্জে কর্মী বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল ওয়াগন কারখানা
বালিগঞ্জে কর্মী বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল ওয়াগন কারখানা। আজ সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে বেসকো কারখানা। শুধু শহর থেকে দূরের অথবা জেলার কারখানাগুলোই নয়, একেবারে শহরের বুকেও বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা। ঝুলসে লক আউটের নোটিশ, সেটা আরও একবার প্রমাণ হল। আজ সকালেই কারখানা গেটে লক আউট নোটিস ঝুলিয়ে দেয় বেসকো কর্তৃপক্ষ।
ওয়েব ডেস্ক: বালিগঞ্জে কর্মী বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল ওয়াগন কারখানা। আজ সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে বেসকো কারখানা। শুধু শহর থেকে দূরের অথবা জেলার কারখানাগুলোই নয়, একেবারে শহরের বুকেও বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা। ঝুলসে লক আউটের নোটিশ, সেটা আরও একবার প্রমাণ হল। আজ সকালেই কারখানা গেটে লক আউট নোটিস ঝুলিয়ে দেয় বেসকো কর্তৃপক্ষ।
আরও পড়ুন পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত মানিকতলা
লক আউটের কারণ হিসেবে শ্রমিক সংগঠনের লাগাতার আন্দোলন, কর্মবিরতি বলেই দাবি করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। উল্টোদিকে লক আউটের সিদ্ধান্তের বিরুদ্ধে কারখানা গেটে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা।