নিজস্ব প্রতিবেদন: ভবানীপুর উপনির্বাচনের প্রচারে বেরিয়ে কলকাতা পুলিসের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। কলকাতা পুলিসের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে ভিড় বাড়ানোর অভিযোগ করলেন তিনি। পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ডে প্রচারে যান বিজেপি প্রার্থী। ১১ নম্বর বস্তি এলাকায় প্রচারে গিয়ে বহু মানুষের জমায়েত তাঁর নজরে পড়ে। তখনই তেলেবেগুনে জ্বলে ওঠেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। কলকাতা পুলিসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন তিনি।


আরও পড়ুন: Abhishek Banerjee: চলতি সপ্তাহেই ভোট প্রচারে অভিষেক, শুরুতেই Mamata-র কেন্দ্র ভবানীপুর


তাঁর দাবি, কলকাতা পুলিস সাদা পোশাকে তাঁর পিছনে পিছনে ঘুরছে। ইচ্ছাকৃত ভাবে সংবাদমাধ্যমে ভিড় দেখানোর চেষ্টা করছে। তাঁর আরও দাবি, কমিশনের নিয়ম মেনে ৫ জনকে নিয়েই প্রচার চলছে। বরং পুলিস ষড়যন্ত্র করছে। নিরাপত্তা নয়, তাঁর গতিবিধি শাসকদের কাছে পৌঁছে দিতেই পুলিস ঘুরছে।


আরও পড়ুন: Taltala Death: তালতলার বন্ধ বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা দেহ, এলাকায় চাঞ্চল্য


যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ মানতে নারাজ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কটাক্ষের সুরে তিনি বলেন, "প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) কে? প্রচারে আসার জন্য যা ইচ্ছে তাই করছেন।" সম্প্রতি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ ওঠে। মনোনয়ন জমা দেওয়ার দিন নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তাঁকে নোটিস দেয় কমিশন। মনোনয়নের আগে অবৈধ জমায়েতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেজন্য জবাব চান রিটার্নিং অফিসার।