নিজস্ব প্রতিবেদন: মদন মিত্রের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা। নিজেই গাড়ি চালিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে দিদিকে নিয়ে যান তিনি। যাওয়ার পথে তিনি বলেন,''কৃষ্ণের নাম নিলে কৃষ্ণ অখুশি হয় না। আমার নাম নিলে আমিও অখুশি হই না।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকালে ভবানীপুরের বিজেপি প্রার্থী অভিযোগ করেন, ৭২ নম্বর ওয়ার্ডে বুথ দখলের চেষ্টা করছেন মদন মিত্র (Madan Mitra)। ভোটিং মেশিন বন্ধ করে দিয়েছেন। তার পাল্টা দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। নিজস্ব ঢঙে তিনি বলেন,''ভগবানের নাম নিলে ভগবান খুশি হয়। ওদের ওই প্রিয়াঙ্কা বা ওরা আমায় খুব ভালোবাসে, সর্বক্ষণ আমার নাম নেয়। যেমন কৃষ্ণের নাম নিলে কৃষ্ণ অখুশি হয় না। আমার নাম নিলে আমিও অখুশি হই না। খালি বলি, রাম কা নাম বদনাম না করো। যত ওরা নাম নেবে তত আমি ভালো থাকব।'' 



বিজেপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। 


আরও পড়ুন- By-Poll: নামেই Bhabanipur উপনির্বাচন, আদতে ২০২৪-র 'ভ-এ ভারতে'র মহড়া TMC-BJP-র


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)