নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার পূর্ণ লকডাউন। সেই মোতাবেক বুধবার সকাল থেকেই বিধানগর পুলিসের তরফে সল্টলেক জুড়ে মাইকিং করা হচ্ছে। বিভিন্ন বাজার ও ব্লকেও মাইকিং করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সকাল থেকেই তৎপর বিধাননগর পুলিস। আগামিকাল গোটা রাজ্যে লকডাউন থাকবে সেই কারণে মাইকিং করে মানুষকে সতর্ক করা হয় কেউ বাড়ির বাইরে অপ্রয়োজনে না বেরোন।


বিধাননগর পুলিসের তরফ থেকে সল্টলেকের বিভিন্ন ব্লকে ব্লকে মাইকিং করা হয় আগামী ২৩ তারিখ বৃহস্পতিবার ও ২৫ তারিখ শনিবার এই দুইদিন পুরোপুরি লকডাউন থাকবে। তাই কেউ যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোয় সেই বিষয়ে সতর্ক করা হয় বিধাননগরবাসীকে।

আরও পড়ুন: মাঝরাস্তায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলল, ফের পরপর লাথি অন্তঃসত্ত্বার পেটে! নৃশংসতার কারণ চমকে ওঠার মতো

এছাড়াও অন্যান্য দিনগুলোতে যাঁরা মাক্স না পড়ে বেরোচ্ছেন, তাঁদের জন্য মাইকিং করা হয়। পাশাপাশি সল্টলেকের বিভিন্ন মার্কেটগুলোতেও মাইকিং করা হয়।