ওয়েব ডেস্ক : সাতসকালে মদ্যপ ছাত্রের বেলাগাম গতি। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের। গুরুতর আহত স্কুল ছাত্র। টালা ব্রিজের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকালে আরও দুই বন্ধুর সঙ্গে দীঘা যাচ্ছিল নামী স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র অর্ঘদীপ। বাকি দুই বন্ধু অপর একটি বাইকে ছিল। টালা ব্রিজের ওপর অর্ঘদীপের বাইকে ধাক্কা মারে একটি লরি। আশঙ্কাজনক অবস্থায় অর্ঘদীপকে RG হাসপাতালে ভর্তি করা হয় । অর্ঘদীপের বাবার বড়বাজারে হার্ডওয়ারের দোকান রয়েছে।


আরও পড়ুন, ২ ছাত্রীকে উদ্দেশ করে কটুক্তি-অশালীন আচরণের অভিযোগ মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে


আরও পড়ুন, বর্ধমানে ২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ৪