নিজস্ব প্রতিবেদন: শুরুতেই মাঠের বাইরে বল হাঁকালেন শঙ্কুদেব পণ্ডা। টলিউডে নিজের সংগঠনে আনলেন সিপিএমের অন্যতম মুখ বিপ্লব চট্টোপাধ্যায়কে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপিতে যোগদানের পর সদ্য টলিউডের কলাকুশলীদের নিয়ে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ নামে একটি সংগঠন খুলেছেন শঙ্কুদেব পণ্ডা।  ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যান্ড কালচারাল কনফেডারেশন নামে আর একটি সংগঠন খুলেছেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল। ফলে টলিউডে এখন গেরুয়া শিবিরের জোড়া সংগঠন। তবে শুরুতেই বিপ্লব চট্টোপাধ্যায়ের মতো সিপিএমের পরিচিত মুখকে টেনে চমক দিলেন শঙ্কুদেব।


জানা গিয়েছেন, গতকাল, শনিবার বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় শঙ্কুদেব পণ্ডার। ওই বৈঠকের পরই শঙ্কুর সংগঠনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বিপ্লববাবু। 



সিপিএমের টিকিটে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। পরিবর্তনের সরকার আসার পর টলিউডে প্রভাব বিস্তার করেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ। ফলে বিকল্প খুঁজছিলেন ভিন্নমতের কলাকুশলীরা। শঙ্কুদেব জানিয়েছেন, বিপ্লব চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে পাশে পাওয়াটা অত্যন্ত বড় ব্যাপার। আরও চমকের ইঙ্গিতও দিয়েছেন বিজেপি নেতা। 


আরও পড়ুন- টলিউডে আরএসএস-বিজেপির লড়াই থামাতে উদ্যোগী হলেন মুকুল রায়