নিজস্ব প্রতিবেদন: ফের বিজেপিতে ভাঙন। মুকুল রায়ের পর দল ছাড়ালেন আরও এক বিধায়ক। এবার বিজেপি ত্যাগ করলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের বিধানসভা ভোটে ২০০ আসন নিয়ে এ রাজ্যে সরকার গড়ার হুঙ্কার দিয়েছিল বিজেপি। 'ডলব ইঞ্জিন' সরকারের স্বপ্ন দেখিয়েছিলেন মোদী-শাহরা। তবে অচিরেই তাঁদের সেই স্বপ্ন ভঙ্গ হয়। 'বাংলার মেয়ে' মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখেন রাজ্যবাসী। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। বিধানসভা ৭৭ আসন পায় বিজেপি। 


আরও পড়ুন: Kolkata: তৃণমূলে ফিরলেন সোমেন মিত্রর স্ত্রী Sikha Mitra, 'বঙ্গ জননী'তে পাচ্ছেন বড় পদ


আরও পড়ুন: Transgender: 'সেক্স চেঞ্জ' করাতে দু'দুবার পুরুষাঙ্গ, কাঠগড়ায় কলকাতার হাসপাতাল


যদিও এরপর বিধায়ক পদ ছাড়েন দু'জন। পদত্যাগ করেন নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। সাংসদ পদেই বহাল থাকেন তাঁরা। এছাড়া বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায়। ফলে খাতায় কলমে বিজেপির বিধায়ক সংখ্যা কমে হয় ৭৫।