BJP: রাজ্য কমিটির পর জেলা কমিটিতেও ব্যাপক রদবদল বিজেপি, অধিকাংশ জেলা সভাপতিই নতুন
সুকান্ত মজুমদার রাজ্য কমিটির সদস্য হওয়ার পর রাজ্য় কমিটিতে ব্যাপক রদবদল হয়েছে
নিজস্ব প্রতিবেদন: রাজ্য কমিটির পর এবার জেলা কমিটিতেও রদবদল বিজেপির। বিজেপির কনভেনার পদ থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু। বিজেপি জেলা বিভাগের দায়িত্বে সঞ্জয় সিং, অর্জুন সিং। এছাড়াও লকেট চট্টোপাধ্যায়-সহ একঝাঁক নেতা।
সুকান্ত মজুমদার রাজ্য কমিটির সদস্য হওয়ার পর রাজ্য় কমিটিতে ব্যাপক রদবদল হয়েছে। এবার অধিকাংশ জেলা সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে। বিভাগীয় কনভেনার হিসেবে একঝাঁক নতুন নামের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ্যনীয় বিষয় হল জেলার কনভেনারের পদেও রাখা হয়নি সায়ন্তন বসু।
মালদহ ও শিলিগুড়ি বিভাগের দায়িত্বে সঞ্জয় সিং ও শ্য়ামচাঁদ ঘোষ।
নবদ্বীপ ও উত্তর ২৪ পরগনা বিভাগের দায়িত্বে অর্জুন সিং ও জ্যোতির্ময় সিং মাহাতো।
কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা বিভাগের দায়িত্বে অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্য়ায়।
হুগলি ও মেদিনীপুরের দায়িত্বে দীপক বর্ম ও মনোজ পান্ডে।
বর্ধমান ও পুরুলিয়ার দায়িত্বে লকেট চট্টোপাধ্যায় ও নির্মল কর্মকার।
এবার বাড়ানো হয়েছে সাংগঠনিক জেলার সংখ্য়া। সবেমিলিয়ে তা বেড়ে হয়েছে ৪২। প্রত্যেক সাংগঠনিক জেলাতে দায়িত্ব দেওয়া হয়েছে একজন সভাপতিকে। অধিকাংশ সাংগঠনিক জেলার দায়িত্বে এসেছেন নতুন মুখ।