ওয়েব ডেস্ক: বাম-কংগ্রেস-বিজেপির বিক্ষোভ। ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি। ধুন্ধুমার রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে। সমতলের তিন পুরসভায় ভোট প্রহসনের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিরোধী শিবির। কিন্তু, কমিশনার দেখা না করায়, থানায় অভিযোগ দায়ের করেছে তিন বিরোধী দলই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রায়গঞ্জ-পূজালি-ডোমকল। কোথাও গুলি-বোমা। কোথাও বাইক বাহিনীর হুজ্জুতি। কোথাও আবার অস্ত্রের দাপট। ৩ পুরসভার ভোটে বিক্ষিপ্ত অশান্তি। বিরোধীদের দাবি, ভোট নয়। প্রহসন হয়েছে।পুর্নর্নিবাচনের দাবিতে এককাট্টা বিরোধী শিবির। আর সেই দাবি নিয়ে  রাজ্য নির্বাচন কমিশনে ছুটল কংগ্রেস-বাম-বিজেপি। 


ভোট বাতিলের দাবি তুলে সবার আগে কমিশনে হাজির হয় কংগ্রেস। সওয়া একটায় ওমপ্রকাশ মিশ্র ও রিজু ঘোষালের নেতৃত্বে কমিশনে যান কংগ্রেস প্রতিনিধিরা। কিন্তু দেখা করেননি নির্বাচন কমিশনার। তারপর একে একে কমিশনের দ্বারস্থ হন  বাম ও বিজেপি প্রতিনিধিরা। কিন্তু,কারোর সঙ্গেই দেখা করেননি নির্বাচন কমিশনার। কমিশন সূত্রে জানানো হয়..


কমিশন সূত্রে খবর... ভোটের কাজে ব্যস্ত থাকায়, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করা সম্ভব নয়। প্রতিবাদে কমিশনের অফিসে সামনে বিক্ষোভ দেখায় তিনদলই। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বাম-কংগ্রেস কর্মীরা। কমিশনার দেখা না করায় নালিশ করতে থানায় ছোটে বিরোধীরা। তারআগে কমিশনের অফিসেই লটকে দেয়  স্মারকলিপি। থানার ঢোকার আগে SSKM-এর সামনের রাস্তায় আরও একবার অবরোধ করে  বিরোধীরা। শেক্সপিয়ার সরণি থানায় কমিশনের বিরুদ্ধে আলাদা আলাদা করে নালিশ করে কংগ্রেস-সিপিএম-বিজেপি।


জানেন ১৬ দিনে বিশ্বব্যাপী কত কোটি টাকার ব্যবসা করল ‘বাহুবলী ২’?