BJP-CPIM: চাকরি প্রার্থীদের আন্দোলন মঞ্চে একসঙ্গে বাম-বিজেপি, কাছাকাছি বসলেন সুকান্ত-সায়রা
কথা বললেন দুই নেতা-নেত্রী?
নিজস্ব প্রতিবেদন: শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের বিক্ষোভ মঞ্চে একসঙ্গে দেখা গেল বাম এবং বিজেপিকে। রবিবার সন্ধায় আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান। রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার এবং বালিগঞ্জের সিপিএম প্রার্থী (CPIM) সায়রা শাহ হালিম।
চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ান দুই বিরোধী নেতা-নেত্রী। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। রাজ্য বিজেপির (BJP) সভাপতি বলেন, "ভয়ঙ্করতম ঘটনা। ২০১৬ সাল থেকে এরা বসে রয়েছেন। প্রত্যেকেরই যোগ্যতা রয়েছে। কেবলমাত্র মুখ্যমন্ত্রীর একটা 'হ্যাঁ'-এর উপর এদের চাকরি নির্ভর করছে। মুখ্যমন্ত্রীকে বলব মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে কাজ করুন।"
বালিগঞ্জের সিপিএম প্রার্থীর তোপ, "সরকার এদের দিকে দেখছে না। মানুষ আন্দোলন করে অসুস্থ হয়ে যাচ্ছে। এটাই কি যুবদের ভবিষ্যৎ? এদের চাকরি দেওয়া কি সরকারের দায়িত্ব নয়? পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। আমরা এনাদের সঙ্গে লড়াই করব।"
এক মঞ্চে বসে থাকলেও পরস্পরের সঙ্গে কথা বলেননি, কিংবা সৌজন্য বিনিময়ও করেননি সুকান্ত মজুমদার এবং সায়রা শাহ হালিম।