নিজস্ব প্রতিবেদন: পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC)চেয়ারম্যান পদে মুকুল রায়ের (Mukul Roy) মনোনয়ন বাতিলের দাবিতে সরব বিজেপি (BJP)। এবার সরাসরি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যাকে (Biman Banerjee) চিঠি লিখল বিজেপির পরিষদীয় দল। কৃষ্ণনগর উত্তরের বিধায়কের মনোনয়নকে বেআইনি বলে দাবি করেছে গেরুয়া শিবির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খাতায় কলমে মুকুল রায় (Mukul Roy) এখনও বিজেপি বিধায়ক হলেও, দলের তরফে তাঁর নাম প্রস্তাব করা হয়নি। PAC চেয়ারম্যান পদে মুকুল রায়ের (Mukul Roy) নাম প্রস্তাব করেছেন কালিম্পংয়ের মোর্চা বিধায়ক। প্রস্তাবকে সমর্থন রয়েছে এগরার তৃণমূল বিধায়ক। এরপরও মুকুল রায়ের (Mukul Roy) মনোনয়ন কেন গ্রাহ্য করা হল? অধ্যক্ষকে দেওয়া চিঠিতে প্রশ্ন করেছে বিজেপির পরিষদীয় দল।


আরও পড়ুন: PAC চেয়ারম্যান পদে মুকুলের মনোনয়ন, আইনি যুদ্ধের বার্তা Suvendu-র, ভিন্ন সুর Dilip-এর


আরও পড়ুন: ভ্যাকসিন কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, সিটি কলেজেও ক্যাম্প করেছিল ভুয়ো IAS দেবাঞ্জন দেব


জানা গিয়েছে, মনোনয়ন স্ক্রুটিনির সময়ও মৌখিক ভাবে আপত্তি জানায় বিজেপি (BJP)। তাতে কাজ না হওয়ায় আজ লিখিত মুকুল রায়ের (Mukul Roy) মনোনয়ন বাতিলের জন্য আবেদন করা হয়েছে। কোন শর্তে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের মনোনয়ন গৃহিত হয়েছে, চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছে তাও জানতে চেয়েছে বিজেপি (BJP) পরিষদীয় দল।