ওয়েব ডেস্ক : নকশালবাড়ি এফেক্ট। অমিত শাহর তৈরি করা জমি বাঁচাতে তত্পর বিজেপি। বুথ রক্ষায় চেতলায় গেলেন লকেট চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এদিন সকালে ২৬৯ নম্বর বুথে যান তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মিষ্টি, শরবত খেয়ে সন্ধ্যা, কল্পনাদের পাশে থাকার বার্তা  দেন। এই বুথেই মিটিং করেছিলেন অমিত শাহ। রাজনৈতিক মহল বলছে, নকশালবাড়ির পুনরাবৃত্তি যাতে না হয়, তাই আগেভাগেই জমি রক্ষার চেষ্টায় পদ্ম শিবির। যদিও মুখে সেকথা মানতে নারাজ লকেট চট্টোপাধ্যায়।


আরও পড়ুন, তৃণমূল পার্টি অফিসের দরজায় বিজেপির পতাকা


আরও পড়ুন,অমিত শাহ'কে লাঞ্চ খাওয়ানো নকশালবাড়ির দম্পতি যোগ দিল তৃণমূলে