নিজস্ব প্রতিবেদন: বিজেপির নাম নিলেন না। ঠারেঠোরে বুঝিয়ে দিলেন বাংলায় মেরুকরণের রাজনীতি করছে গেরুয়া শিবির। মঙ্গলবার পুলিস দিবসের অনুষ্ঠানে আরও একবার তাঁর নামে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুর্গাপুজোয় ঠাকুরদেখা নিয়ে ভুয়ো বার্তা প্রসঙ্গে বলতে গিয়ে এদিন পুরনো একটি ঘটনা টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বাংলা দৈনিকের শিরোনামকে বিকৃত করে ছড়ানো হয়েছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপে। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন,''মিথ্যা কথা রটাচ্ছে। ২০১৬ আমি নাকি বলেছিলাম,জিতলে সব হিন্দুদের বাংলা থেকে তাড়িয়ে দেব। সব কিছুর একটা সীমা থাকা দরকার। ডেঞ্জারাস। সাহস থাকলে সামনে দাঁড়িয়ে বলুন। লুকিয়ে হোয়াটসঅ্যাপ করছেন কেন!''


এদিন দুর্গাপুজোয় ঠাকুরদেখা নিয়ে ভুয়ো বার্তাও একটি রাজনৈতিক দলের আইটি সেল থেকে ছড়ানো হয়েছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''যারা জীবনে দুর্গাপুজো করেনি, মা দুর্গাকে চেনে না, জীবনে কালীপুজো করে না, মা কালীকে চেনে না,যারা হনুমানকে দুটো কলা খাওয়ায় না, তারা ধার্মিকভীরু হয়ে গিয়েছে।''


দুর্গাপুজোয় কোনওরকম বিধিনিষেধ জারি করা হয়নি বলে স্পষ্ট করে দেন মমতা। এমনটা সত্যি হলে তিনি ক্ষমা চেয়ে নিতেও রাজি বলে জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ভুয়ো খবর যেখান থেকে ছড়িয়েছে, অনুসন্ধান করে শাস্তি দেওয়ার নির্দেশও পুলিসকে দিয়েছেন। মমতা বলেন, ''পুলিসকে  বলেছি, যেখান থেকে ভুয়ো খবর ছড়িয়েছে,তাদের কান ধরে প্রকাশ্যে একশোবার ওঠবোস করাও। তাদের বাংলাকে অসম্মান করার অধিকার কে দিল? এত বড় অসভ্য, ঔদ্ধত্যের দল, অহংকারী দল, নির্লজ্জের দল, নৃশংস দল, নিপীড়নের দল, শোষণের দল। সরকার ক্লাবগুলির সঙ্গে মিটিংই করেনি। অতিমারি চলছে। গণপতি, ইদ, মহরম পয়লা বৈশাখ- কেউ কোনও উত্সব পালন করতে পারেনি। দুর্গাপুজো দেরি আছে। দেখতে হবে প্যানডেমিক সিচুয়েশন কী থাকে।''


আরও পড়ুন- রাতে ঠাকুর দেখা বন্ধ, যে রটিয়েছে একশোবার ওঠবোস করান, মমতার নিশানায় BJP