নিজস্ব প্রতিবেদন: পানশালায় বচসায় জড়ালেন বিজেপি নেতা অনুপম হাজরা।  এক ব্যক্তিকে লাথি, ঘুষি মারার অভিযোগ। অভিযোগ দায়ের হয়েছে শেক্সপীয়র সরণি থানায়। অভিযোগ অস্বীকার করেছেন অনুপম হাজরা।  তাঁর পাল্টা দাবি, মত্ত অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। লুকিয়ে ছবি তুলছিলেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন অনুপম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নিউ ইয়ারের ফার্স্ট উইকএন্ড। বন্ধুদের সঙ্গে পাবে পার্টি করতে যান অনুপম হাজরা। সেখানেই বিপত্তি। সূত্রপাত, শনিবার রাত সাড়ে এগারোটায়। শেক্সপিয়ারের পাবে পার্টি জমে উঠেছে। বান্ধবীকে নিয়ে পার্টি হাজির সুরেশ রায়ও। হঠাত্‍ই প্রাক্তন সাংসদকে পাবে দেখতে পান সুরেশ।  তাঁর দাবি, অনুপমের ছবি তোলেন তিনি। তারপরই গোলমাল বাধে। এখানেই শেষ নয়। সুরেশ রায়ের দাবি, তাঁর সঙ্গী মহিলাকেও হেনস্থা করেন বিজেপি নেতার শাগরেদরা।


আরও পড়ুন: মানিকচকের মৃত্যু রহস্য ফাঁস, পণের টাকা না মেলায় স্বামীর হাতে খুন তরুণী


সকালেই শেক্সপিয়ার থানায় অভিযোগ দায়ের করেন সুরেশ। অনুপমের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিস। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানছেন না বিজেপি নেতা। ঘটনার তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার থানা। পাব থেকে শনিবার রাতের সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। সুরেশের সঙ্গী মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিস সূত্রে খবর। জেরা করা হতে পারে অনুপম হাজরাকেও। যদিও উল্টে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতা।


আরও পড়ুন: ১০ বছরের মেয়েকে পিটিয়ে মারার অভিযোগে ক্যানিং আটক মহিলা