১০ বছরের মেয়েকে পিটিয়ে মারার অভিযোগে ক্যানিং আটক মহিলা
দীর্ঘদিন ধরেই অমানবিক অত্যাচার চলছিল দশ বছরের মেয়ের উপর। অত্যাচার চালানোর অভিযোগ কিশোরীর মায়ের বিরুদ্ধেই। শেষে মায়ের মারের চোটেই মৃত্যু হল মেয়ের।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/24/171263-sudip2.jpg?itok=t-Ed54mI)
![১০ বছরের মেয়েকে পিটিয়ে মারার অভিযোগে ক্যানিং আটক মহিলা ১০ বছরের মেয়েকে পিটিয়ে মারার অভিযোগে ক্যানিং আটক মহিলা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/05/227107-maa.jpg)
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন ধরেই অমানবিক অত্যাচার চলছিল দশ বছরের মেয়ের উপর। অত্যাচার চালানোর অভিযোগ কিশোরীর মায়ের বিরুদ্ধেই। শেষে মায়ের মারের চোটেই মৃত্যু হল মেয়ের। মৃত নাবালিকার নাম প্রিয়াশা সরকার।
ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার কুমার শা পাড়ায়। শনিবার অজ্ঞান অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রিয়াশাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পাড়া-প্রতিবেশীরা। ক্যানিং থানার পুলিস লাঠি চালিয়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে।
আরও পড়ুন: বুলেট ট্রেনের স্বপ্ন দেখাচ্ছে অথচ রেলের রক্ষণাবেক্ষণে বরাদ্দ নেই: অধীর
স্থানীয় সূত্রের খবর, দিনের পর দিন প্রিয়াশার উপর অমানবিক অত্যাচার চালাতেন তাঁর মা পদ্ম সরকার। পিন ফুটিয়ে, গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে মেয়ের উপর অত্যাচার চালাতেন তিনি। প্রতিবেশীরা প্রতিবাদ করলে জুটত কটুক্তি। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য মৃত প্রিয়াশা সরকারের মা পদ্ম সরকারকে আটক করেছে পুলিস।