নিজস্ব প্রতিবেদন:  গত বারের মতো এবছরও মহালয়ায় ‘শহিদ’ দলীয় কর্মীদের উদ্দেশে তর্পণ করার উদ্যোগ নিয়েছিলেন বিজেপি নেতারা। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যে এই উদ্যোগ নিয়ে কিছুটা হলেও জটিলতা তৈরি হয়েছে।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যেই বাগবাজার ঘাটে তর্পণের জন্য বাঁধা মঞ্চ খুলে দিয়েছে পুলিস। ঘাটে পুলিস মোতায়েন রয়েছে। মহিলা পুলিসও মোতায়েন করা হয়েছে বাগবাজার ঘাটে। সকালে বিজেপি কর্মীরাও গঙ্গাঘাটে আসেন।  শহিদদের পরিবারের লোকজনরাও আসেন। পরে তর্পণ করতে আসা বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে  চলে গেলেও গোটা এলাকা ঠিক এই ভাবে ঘিরে রাখে পুলিস। যান ডিসি নর্থ।


আরও পড়ুন: রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত ৩,২২৭ জন; মৃত ৫৮


করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার শুধু দক্ষিণবঙ্গের ‘শহিদ’ পরিবারগুলিকে নিয়েই তর্পণ করবেন বিজেপি নেতারা। মোট ২২টি পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন কর্মসূচির তদারকিতে থাকা বিজেপি নেতা সৌরভ শিকদার।মহালয়ায় বাগবাজার ঘাটে তর্পণ করবেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেনন। সঙ্গে থাকবেন মুকুল রায়, রাহুল সিনহা।