নিজস্ব প্রতিবেদন: একটা সময়ে কলকাতা ছিল ভারতের রাজধানী। সেই অতীত ঐতিহ্যই ফেরানোর কথা শোনালেন অমিত শাহ (Amit Shah)। বিজেপির সংকল্পপত্রে (BJP Manifesto) শুধুমাত্র শহর কলকাতার জন্যেই বরাদ্দ হল কয়েক হাজার কোটি টাকা। সংকল্পপত্র পাঠ করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন, আর্থিক পরিষেবার প্রধান কেন্দ্র হবে কলকাতা। এই শহরকে ফিউচার সিটি বানাতে বরাদ্দ হবে ২২ হাজার কোটি টাকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা শহরের জন্য কী কী রয়েছে বিজেপির ইশতাহারে (BJP Manifesto)?  


- কলকাতা হবে আর্থিক পরিষেবার প্রধান কেন্দ্র।


-  ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা। ২০০ ইউনিট পর্যন্ত নিঃশুল্ক বিদ্যুৎ।

-কলকাতার প্রতিটি বাড়িতে নিয়মিত অগ্নিনিরীক্ষা। 

- এসি ও নীচু মেঝেযুক্ত বাসের সংখ্যা বেড়ে ৩,০০০ করা হবে। 


-কলকাতাকে এক বিশ্বমানের 'ফিউচার সিটি' বানাতে `২২,০০০ কোটির উন্নয়ন তহবিল।


-পার্কিংয়ের সুবিধার জন্য সমস্ত ভারী যানজট অঞ্চলে ১০টি বহুতল পার্কিং।


- ইউনেস্কো হেরিটেজ সিটির মর্যাদা পাওয়ার জন্য কলকাতায় ৫০০ কোটি বিনিয়োগ।


-বায়ু দূষণ প্রতিরোধে শহরে ১০টি স্মগ টাওয়ার। 


-স্বচ্ছ কলকাতা মিশন চালু করতে ১,৫০০ কোটি তহবিল। 


-কলকাতার সঙ্গে শহরতলির দ্রুত যোগাযোগ বাড়াতে কলকাতা মেট্রোর সম্প্রসারণ শ্রীরামপুর, ধুলাগড় ও কল্যাণী পর্যন্ত।


-কালীঘাটে আদি গঙ্গা নদীর অতীত গৌরব ফেরাতে সমস্ত নর্দমা ও আবর্জনা পরিষ্কার করে পুনর্জীবন।


ক্ষমতায় আসার পর শহরের সৌন্দর্যায়নে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা শহরে লেগেছে নীল-সাদা রঙের পোচ। বিভিন্ন জায়গায় বাহারি গাছের সমাহার। তবে বিরোধীরা অভিযোগ করে আসছে, রঙ লাগলেও শহরের আসল উন্নয়ন হয়নি। ইশতাহার (BJP Manifesto) প্রকাশ অনুষ্ঠানের পর গেরুয়া শিবিরের এক নেতা বললেন, 'শুধু রং নয়। আন্তর্জাতিক শহর হিসেবে কলকাতাকে গড়ে তুলতে চায় বিজেপি।'


আরও পড়ুন- Bengal election 2021: 'গুজরাটি ইশতাহারকে প্রত্যাখান বাংলার', তোপ Abhishek থেকে Nusrat-র