নিজস্ব প্রতিবেদন: 'নির্বাচনের ফল ঘোষণার পর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে'।  রাজ্যে ভোট পরবর্তী হিংসা অভিযোগে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন বিজেপির ১৮ সাংসদ। শুধু তাই নয়,  দেশের সাংবিধানিক প্রধানের কাছে তাঁরা হস্তক্ষেপের আর্জিও জানাবেন বলে খবর। এদিকে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর দিল্লিতে তলব করা হল শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের ভোটে বিপুল জয়। রাজ্য়ে ফের ক্ষমতায় ফিরেছে তৃণমূল। ভোটের ফল ঘোষণার পর বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) একা নন, দলের কর্মীদের সুরক্ষার দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়েছেন উত্তরবঙ্গের ৩ বিজেপি বিধায়কও। তাঁদের বক্তব্য়, 'আমাদের ভোটে জেতানোর জন্য যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের যখন কোনও নিরাপত্তা নেই, তখন আমরা কী করে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরব'? বস্তুত,  রাজ্য়ে বিধিনিষেধ উঠলে জুনেই এই ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার রাষ্ট্রপতিকে চিঠি দিতে চলেছেন ১৮ সাংসদ। বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে, এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন হয়েছেন দলের ৪০ কর্মী। শাসকদলের সন্ত্রাসের কারণে ঘরে ফিরতে পারেননি বহু সাধারণ কর্মী-সমর্থক। পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ? রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে যাবতীয় তথ্য-পরিসংখ্যান তুলে ধরবেন সাংসদরা। হস্তক্ষেপ করার আর্জি জানানো হবে।


আরও পড়ুন: মুখ্যসচিবের ভোট পরবর্তী হিংসার রিপোর্টে ‘অসন্তুষ্ট’, ফের রিপোর্ট তলব করলেন Dhankhar


এবারের ভোটে 'ডবল সেঞ্চুরি' করলেও, নন্দীগ্রামে কিন্তু হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনী লড়াই-এ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীকে যিনি ধরাশায়ী করেছেন, সেই শুভেন্দু অধিকারী এখন রাজ্যের বিরোধী দলনেতা। জানা গিয়েছে, নন্দীগ্রামের বিধায়ককে দিল্লিতে তলব করা হয়েছে। দিল্লিতে গিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে দেখা করবেন শুভেন্দু। দেখা করতে পারেন অমিত শাহের সঙ্গেও (Amit Shah)। আগামি দিনে রাজ্যে কীভাবে লাগাতার আন্দোলন করা যায়, বৈঠকে তা নিয়ে আলোচনা হবে।



(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)