মুখ্যসচিবের ভোট পরবর্তী হিংসার রিপোর্টে ‘অসন্তুষ্ট’, ফের রিপোর্ট তলব করলেন Dhankhar
এবার হিংসার ঘটনার বিস্তারিত রিপোর্ট চাইলের জগদীপ ধনখড়।
নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের মুখ্য সচিবের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নন রাজ্যপাল। সেজন্য হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে হিংসার ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চেয়ে পাঠালেন জগদীপ ধনখড়।
রাজ্যপালের নির্দেশ মতো, সোমবার বিকেলে ভোট পরবর্তী হিংসার ঘটনার তথ্য নিয়ে রাজভবনে উপস্থিত হন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ২ ঘণ্টারও কিছু বেশি সময় রাজভবনে ছিলেন তিনি। সূত্রের খবর, রাজ্যপালের কাছে মুখ্যসচিব ভোট পরবর্তী হিংসার যে তথ্যাবলি পেশ করেছেন, তাতে অসন্তুষ্ট জগদীপ ধনখড়। মুখ্যসচিবের কাছে হিংসার ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালেন তিনি। বিষয়টি উল্লেখ করে টুইটও করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
Chief Secretary @MamataOfficial called on to brief me on alarming law and order situation post polls.
As he was not possessed of any inputs in this behalf no headway could be made. In this situation have urged him to update with all aspects and then update. pic.twitter.com/hHvtvPyw52
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 7, 2021
আরও পড়ুন: বাংলার বাইরে যে কোনও রাজ্যে ক্ষমতা দখলের জন্যই লড়বে TMC: অভিষেক
আরও পড়ুন: ‘প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতিই সহায়’, কর্মসূচি রূপায়ণে ২৪ জনের বিশেষজ্ঞ কমিটি Mamata-র
প্রসঙ্গত, রাজ্যের ভোট পরবর্তী হিংসা ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টুইটারে সরব হন রাজ্যপাল। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করেন জগদীপ ধনখড়। ভোট পরবর্তী হিংসা রুখতে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার, সেই তথ্য চেয়ে পাঠান। তবে এই প্রথম নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণের পর থেকেই রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সরব রাজ্যপাল। কখনও টুইটারে, কখনও প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনা করেছেন তিনি। এমনকি হিংসার অভিযোগ পেয়ে সশরীরে সোজা পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে।