নিজস্ব প্রতিবেদন: বীরভূমের একাধিপতি তিনি। ঝাড়খণ্ড লাগোয়া এই জেলায় তাঁর কথায় বাঘে গরুতে এক ঘাঁটে জল খায়। তাঁর দাপট এতোটাই যে এখানে গাছের পাতা পর্যন্তও তাঁর কথা শোনে। এহেন নেতার না কি জীবননাশের আশঙ্কা। তই জেলা এবং জেলার বাইরেও তাঁকে নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে হয়। ২৪ ঘণ্টা তাঁর শরীরের সঙ্গে লেগে থাকে ২জন করে দেহরক্ষী।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বাবা, তুমি এমন কথা কেন বললে? অনুব্রতের বিতর্কিত মন্তব্যে 'শাসন' মেয়ের


তিনি যদি এতোই জনপ্রিয় হন, এতো মানুষ যদি তাঁকে ভালবেসে থাকেন তাহলে এই আঁটোসাঁটে নিরাপত্তার কারণ কী?


তৃণমূলের ডাকাবুকো নেতা তাঁর সিকিউরিটি প্রসঙ্গে সরাসরি বলছেন, তাঁকে মারার জন্য পরিকল্পনা করেছে বিজেপি। এবং সেখানে সামিল ছিল সিপিএম-ও। Zee ২৪ ঘণ্টার ফেস অফ অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, সপ্তাহ তিনেক আগেই না কি ঝাড়খণ্ড বর্ডার লাগোয়া একটি এলাকায় বিজেপি মিটিং করে এবং সেখানেই তাঁকে খুনের পরিকল্পনা করা হয়েছে। তাঁকে খুন করার জন্য না কি ৫০ লাখ টাকাও ধার্য করেছে বিজেপি। এবং তাঁর আরও দাবি, কংগ্রেস ওই মিটিংয়ে না গেলেও সিপিএমের লোকেরা সেখানে ছিল।


আরও পড়ুন- এক্সক্লুসিভ: এলজিপি আঁচ থেকে বাঁচতে তৃণমূল-দিলীপ সখ্যতা?


এই প্রসঙ্গে বীরভূমের সিপিএম নেতা রামচন্দ্র ডোমকেও নিশানা করেন তিনি। তাঁর অভিযোগ, বীরভূমে যত খুন হয়েছে তার জন্য দায়ী রামচন্দ্র ডোমই। সিপিএম নেতাকে ‘খতরনাক’ বলেও কটাক্ষ করেছেন তিনি।