মৌমিতা চক্রবর্তী: বছর ঘুরলেই লোকসভা ভোট। বঙ্গ বিজেপিতে সাংগঠনিক রদবদল। কাঁথি সাংগঠনিক জেলায় বাদ শুভেন্দু ঘনিষ্ঠ সুদাম পণ্ডিত! নয়া সাংগঠনিক জেলা মুর্শিদাবাদের জঙ্গিপুর। অগস্টে রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: C V Ananda Bose: পিস রুমের পর এবার পিস ট্রেন চালানোর প্রস্তাব রাজ্যপালের; তৃণমূল বলল, কিছু পেতে চাইছেন উনি


পঞ্চায়েত ভোট। নজরে এবার লোকসভা নির্বাচন। স্রেফ রাজ্যের জন্য়  ৮ মাসের রোডম্যাপ জমা দেওয়া নয়, দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে 'চূড়ান্ত' বৈঠকও সেরে ফেলেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা দাবি, 'বৈঠকে যা হয়েছে, পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হয়েছে। পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্যই আমরা সবাই মিলে চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবে'। সেই বৈঠকের পর এবার দলে সাংগঠনিক রদবদল।


বিজেপিতে সাংগঠনিক রদবদল
--------------
কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অরূপকুমার দাস
আলিপুরদুয়ারের দায়িত্বে বিধায়ক মনোজ টিগ্গা
দক্ষিণ কলকাতায় অনুপম ভট্টাচার্য
শিলিগুড়িতেও পরিবর্তন, দায়িত্বে অরুণ মণ্ডল
বদল বনগাঁ, বারাসত ও ব্যারাকপুরেও 



আরও পড়ুন: Buddhadeb Bhattacharya Hospitalised: 'রাইলস টিউব ছাড়াই স্যুপ খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য'


এদিকে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলায় আসছেন জেপি নাড্ডা। কবে? ১১ তারিখ রাতে পৌঁছবেন তিনি। ১২ ও ১৩ তারিখ বাংলা, বিহার, ঝাড়খণ্ড ওড়িশার জেলা পরিষদে জয়ী সদস্যদের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। বাদ যাবে না অরুণাচলপ্রদেশ ও আন্দামানও। তালিকা তৈরি করা হয়েছে ১৩৪ জনের। ১৪ তারিখ বঙ্গ বিজেপি ৩১ জনকে নিয়ে আলাদা বৈঠক। সেই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন মোদী ও শাহ-ও।