নিজস্ব প্রতিবেদন: বিধানসভার অধিবেশনেও উঠল 'জয় শ্রী রাম' ধ্বনি। বিজেপি বিধায়কদের হট্টগোলে বাজেট বক্তৃতা শুরুতেই থামতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি বিধায়কদের (BJP MLAs) সংযত করার চেষ্টা করেন স্পিকার। এরপর 'জয় শ্রী রাম' ধ্বনি দিয়ে অধিবেশনকক্ষ থেকে ওয়াকআউট করেন তাঁরা। পাল্টা 'জয় বাংলা' শুনিয়ে দেন তৃণমূল বিধায়করা।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের (Amit Mitra) শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলতে শুরু করেন,'২০২১-২২ অর্থবর্ষে অন্তর্বর্তী আর্থিক বিবরণী ও প্রথম ৪ মাসের জন্য ব্য়য় বরাদ্দ পেশ করছি। অতিমারী ও অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে চলছে গোটা বিশ্ব। পশ্চিমবঙ্গে আমফান বিপর্যয়। কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিলে...'। এর মধ্যেই মুখ্যমন্ত্রী কেন বাজেট পেশ করছেন, সেই প্রশ্ন তুলে হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। তখন মমতা বলেন, 'এটা বিধানসভার রীতি নয়।' হট্টগোলের জেরে বাজেট বক্তৃতা থামিয়ে দেন মমতা। 


এরপর বিজেপি বিধায়কদের সংযত হতে নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় (Biman Banerjee)। তিনি বলেন, 'রাজ্যপালের অনুমতি নিয়েই বাজেট বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।' কথা কানে দেননি বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর স্পিকার জানিয়ে দেন,'আসনে ফিরে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব।' এরপর 'জয় শ্রী রাম' বলতে বলতে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তার পাল্টা 'জয় হিন্দ' স্লোগান দেয় তৃণমূল।   


মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা স্বগতোক্তি করে বলেন,'আমি নিজে ৫টি রেল বাজেট পেশ করেছি। অনেক সাধারণ সংসদে বাজেট দেখেছি। বাজেটের সময় কেউ কোনও কথা বলে না। এটা রীতি। বিজেপির সদস্যরা কিছু পারে না, জানে না। আমরা তো বলছি, আলোচনা করুন। বিতর্কে আসুন। ৪-৫ জন মিলেই এই অবস্থা!'


আরও পড়ুন- নিশানায় Rajib Banerjee, বন সহায়ক পদে নিয়োগে 'দুর্নীতি'-র তদন্তে ছাড়পত্র মন্ত্রিসভার