নিজস্ব প্রতিবেদন : বিজেপির বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল আমহার্স্ট স্ট্রিট ও এমজি রোড ক্রসিংয়ে। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিস অভিযোগ, সেইসময় তৃণমূল সমর্থকদের একটি দল সেখানে হাজির হয়। এরপরই হাতাহাতি বেঁধে যায় বিজেপি ও তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের পাল্টা প্রহসন  দিবস পালন করার কর্মসূচি নিয়েছিল বিজেপি। সকাল ১১ টা নাগাদ সেই কর্মসূচি হওয়ার কথা ছিল এম জি রোড এবং কলেজস্ট্রিট ক্রসিংয়ের। সেখানে জনা কুড়ি বিজেপি সমর্থক জড়ো হয়েছিলেন। জায়গা পরিবর্তন করে হঠাৎই দুপুর বারোটা নাগাদ কয়েকজন বিজেপি সমর্থক  কর্মসূচি পালন করতে শুরু করেন আমহার্স্ট স্ট্রিট  এবং এমজি রোড ক্রসিংয়ে।


সেখানে পুলিস পৌঁছালে প্রায় ১৪ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। এরপরই ঘটনাস্থলে হাজির হন জনা ১৫ তৃণমূল কর্মী, সমর্থক। বাসে উঠে বিজেপি সমর্থক অনিরুদ্ধ ঘোষকে টেনে নামিয়ে নেই শুরু হয় মারধর। পুলিস গিয়ে উদ্ধার করে অনিরুদ্ধকে। গ্রেফতার করে পুলিসের ভ্যানে তোলা হয়।


আরও পড়ুন, কোন ১৩ জন শহিদের স্মরণে পালিত হয় ২১ জুলাই? ২৭ বছর আগে কী ঘটেছিল সেদিন?