নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুজোর দখল কার হাতে? সে নিয়েই উত্তপ্ত হয়ে উঠল খাস কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ের শীতলাতলা। দফায় দফায় সংঘর্ষ বাঁধল বিজেপি ও তৃণমূলের। মারধর, গাড়ি ভাঙচুর কিছুই বাদ গেল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিস। বিজেপি কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদি দক্ষিণ কলকাতা বারোয়াড়ি সমিতির পুজো দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্যে বাঁধে সংঘর্ষ। পুজোর দখলকে নেবে তা নিয়ে ঘটনার সূত্রপাত। সম্প্রতি বিজেপির তরফে খুঁটি পুজো করা হয়। এদিন সন্ধেবেলায় বিজেপি নেতা সায়ন্তন বসু এলাকায় যান। এরপরই ক্লাবের সদস্য তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিজেপি কর্মীদের ঘিরে রেখে চলে মারধর। তাঁদের গাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস।


বিজেপি কর্মীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় টালিগঞ্জ থানায়। এরপরই তৃণমূল কর্মীরাও টালিগঞ্জ থানায় চলে আসেন। নতুন করে ফের শুরু হয় উত্তেজনা।


আরও পড়ুন- প্রথম দিনেই হোঁচট খেল 'দিদিকে বলো', উঠছে বিল, কিন্তু বলা যাচ্ছে না কথা