নিজস্ব প্রতিবেদন: রাজ্যবাসীর সঙ্গে মতাদর্শগত সেতুবন্ধ তৈরি করতে অভিনব কর্মসূচি নিল বিজেপি। পুজোর আগেই বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে তারা। যার বিষয় 'মুখার্জি থেকে মোদী'। কলকাতায় এই প্রতিযোগিতায় অন্তত ১৫ হাজার মানুষ যোগদান করবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রাজ্যে একের পর এক সাফল্যের ঝান্ডা গাড়লেও বিজেপির মতাদর্শ সম্পর্কে পশ্চিমবঙ্গবাসীর ধারণা এখনো অগভীর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জনসংঘ থেকে মোদীর 'অখণ্ড ভারত'-এর স্বপ্ন সম্পর্কে বিশেষ কোনও ধারণা নেই অধিকাংশ বঙ্গবাসীর। বিজেপির দাবি, দীর্ঘ বাম জমানায় তাদের মতাদর্শ সম্পর্কে পশ্চিমবঙ্গে যে বিকৃত প্রচার চলেছে সেজন্যও তাদের সম্পর্কে ভুল ধারণা রয়ে গিয়েছে কিছু মানুষের মধ্যে। সেই ভ্রম ভাঙতে লাগাতার প্রচারের পাশাপাশি সৃজনশীলতাকে হাতিয়ার করতে চলেছে তারা। 


তোষণ করতে বেশ কিছু এলাকায় বিদ্যুতের মিটার রিডিং নেয় না তৃণমূল সরকার: দেবজিৎ সরকার


বিজেপি নেতা দেবজিৎ সরকার জানিয়েছেন, পুজোর আগে কলকাতায় এক বিশাল বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করবে বিজেপি। যাতে যোগদান করবে ১৫-২০ হাজার শিল্পী। বয়সের নিম্নসীমা ১৮ বছর। 'মুখার্জি থেকে মোদী' এই বিষয়েক ওপর আঁকতে হবে ছবি। বিজয়ী শিল্পী পাবেন ১ লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পাবেন যথাক্রমে ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা। 


তবে কবে কোথায় এই প্রতিযোগিতা হবে তা এখনো নির্দিষ্ট করতে পারেনি বিজেপি। দেবজিৎবাবু জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই অনলাইনে এই প্রতিযোগিতার নাম নথিভুক্তিকরণ শুরু হবে। দীপাবলির দিন বিতরণ হবে পুরস্কার।