নিজস্ব প্রতিবেদন: আসানসোল উপনির্বাচনে পরাজয়। লোকসভা আসন হাতছাড়া হওয়া। সঙ্গে দলের অন্দরে একর পর এক বিদ্রোহের সুর। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির (BJP) সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে (Amitabh Chakraborty) দিল্লিতে তলব। দিল্লিতে তলব করল কেন্দ্রীয় নেতৃত্ব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে,, আগামী বুধবার অমিতাভ চক্রবর্তীকে (Amitabh Chakraborty) দিল্লিতে তলব করা হয়েছে। আসানসোলে জেতা আসন কেন হারতে হল? দলের অন্দরে কী সমস্যা চলছে? কেন তাঁর নামে দিল্লিতে এত অভিযোগ জমা পড়ল? বিভিন্ন বিষয়ে তাঁর থেকে জানতে চাওয়া হবে বলে, দলীয় সূত্রের খবর।


একুশের বিধানসভা ভোটের পর থেকেই রাজ্য বিজেপির (BJP) সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর (Amitabh Chakraborty) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে দলের একাংশ। দিল্লিতে তাঁর নামে অভিযোগ জানিয়েছেন বহু নেতা। রাজ্য বিজেপি নেতাদের হোয়াটস অ্যাপে 'বিদ্রোহ' করতে দেখা গিয়েছে। 'পিকনিক পলিটক্স'-ও দেখা গিয়েছে।  


এই পরিস্থিতিতে রবিবার বিজেপির রাজ্য সম্পাদকের পদ ছেড়েছেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। রাজ্য বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন অনুপম হাজরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)