ওয়েব ডেস্ক  : সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদ। তৃণমূল কর্মীদের নিশানায় কলকাতার বিজেপি অফিস। জেলায় বিজেপি নেতা-নেত্রীদের বাড়ি। গোটা বিষয়টি নিয়ে রাতেই রাজ্যপালকে নালিশ করেছে বিজেপি। এব্যাপারে তাঁর হস্তক্ষেপ চেয়ে আজ রাজভবনে কেশরিনাথ ত্রিপাঠীর দ্বারস্থ হচ্ছে রাজ্য বিজেপি। সেখানে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তোলা হবে।  প্রয়োজনে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারিরও দাবি জানাবে বিজেবির রাজ্য নেতৃত্ব। আরও পড়ুন- সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিতে বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের বাড়িতে বোমাবাজি


সিউড়ি থেকে সোধপুর। ডানকুনি থেকে দুর্গাপুর। সকাল থেকে জেলায় জেলায় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি। রেল এবং জাতীয় সড়ক অবরোধে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। দুই সাংসদের গ্রেফতারির প্রতিবাদে দল যে চুপ করে বসে থাকবে না, মঙ্গলবারই তার ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। এই অভিযোগে নেত্রীর ডাকে সাড়া দিয়ে বুধবার সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। আরও বিস্তারিত পড়তে, এখানে ক্লিক করুন