ওয়েব ডেস্ক : ''২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজোপি ৩০ শতাংশ ভোটও পাবে না। আর তা করতে গিয়ে যা যা দরকার করবে তৃণমূল কংগ্রেস।'' আজ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির উদ্দেশে এমন বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ''২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি-কে রাজ্য থেকে একটি আসনও দেব না। আর তার জন্য যা করা দরকার তাই করা হবে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শহিদ দিবসের চ্যালেঞ্জ, ২০১৯-এ দেশ থেকে বড়দা বিদায় হবে : মমতা বন্দ্যোপাধ্যায়


রাষ্ট্রপতি নির্বাচনে ১৮টি রাজনৈতিক দল নিয়ে তৈরি বিরোধী জোটের প্রার্থী মীরা কুমার পেয়েছেন ৩৫ শতাংশ ভোট। অন্যদিকে, NDA প্রার্থী রামনাথ কোবিন্দ পেয়েছেন ৬৫ শতাংশ ভোট। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আগামী দিনে এই জোট আরও বড় হবে। আর তার সাহায্যেই বিজোপিকে গদিচ্যুত করতেই হবে।''


আত্মবিশ্বাসের সঙ্গে মমতা বলেন, ''এবারের ২১ জুলাই রেকর্ড সংখ্যায় মানুষ এসেছেন। আর তা দেখে ভয় পাচ্ছে বিজেপি।'' একরকম চ্যালেঞ্জের সুরেই তিনি বলেন, ''আগে তো ২১ জুলাইকে চ্যালেঞ্জ করুন, তারপর তো রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে সরানোর চেষ্টা করবেন।''


আরও পড়ুন- 'রূপার কথায় কথায় ধর্ষণ', কটাক্ষ কবীর সুমনের! একুশের মঞ্চে বিঁধলেন বিজেপিকেও


আগামী ৯ থেকে ৩০ অগাস্ট রাজ্যজুড়ে 'বিজেপি তাড়াও, দেশ বাঁচাও' কর্মসূচি গ্রহণ করা হবে। ব্লক থেকে জেলাস্তর পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হবে বলে ২১-এর মঞ্চে দাঁড়িয়ে জানান তৃণমূল সুপ্রিমো।