দলীয় কার্যালয় ভেঙে ফেলার প্রতিবাদ, হিডকোর সামনে বিক্ষোভ বিজেপির
যাত্রাগাছিতে একটি দলীয় কার্যালয় তৈরি করে বিজেপি। ওই কার্যালয় সম্প্রতি হিডকোর তরফ থেকে পুলিশ দিয়ে ভেঙে ফেলা হয়।
নিজস্ব প্রতিবেদন: দলীয় কার্যালয়ে বেআইনি নোটিস পাঠানোর অভিযোগ তুলে হিডকো অফিস ঘেরাও করল বিজেপি। পুলিসের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। যদিও এটি প্রতীকী বিক্ষোভ বলে দাবি বিজেপির। একটি স্মারকলিপি জমা দেন বিজেপি কর্মী সমর্থকরা।
প্রসঙ্গত, যাত্রাগাছিতে একটি দলীয় কার্যালয় তৈরি করে বিজেপি। ওই কার্যালয় সম্প্রতি হিডকোর তরফ থেকে পুলিশ দিয়ে ভেঙে ফেলা হয়। তার প্রতিবাদে বিজেপির তরফ থেকে হিডকো অফিসে ডেপুটেশন দেওয়া হয়। সেই মতো যাত্রাগাছি থেকে মিছিল করে তাঁরা হিডকো ভবন যান। প্রথমে পুলিশ যাত্রাগাছি মোড়ে মিছিল আটকায়। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তাঁরা। পরে হিডকো ভবনের সামনে গেলে পুলিশ বাধা দেয়। সেই সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়।
পুলিসের গুলিতে আহত বিজেপি কর্মী, গুড়াপে থানা লক্ষ্য করে ইটবৃষ্টি
বিজেপির অভিযোগ, পক্ষপাতদুষ্ট আচরণ করছে শাসকদল। যেখানে বিজেপির দলীয় কার্যালয়টি তৈরি করা হয়েছিল, তার পাশেই ছিল তৃণমূলের দলীয় কার্যালয়। কিন্তু সেটি কেন ভাঙা হল না, তা নিয়ে প্রশ্ন তুলে এদিন হিডকোর সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।
পরে বিজেপির তরফে ৭ জনের প্রতিনিধি দল হিডকো আধিকারিকদের সঙ্গে কথা বলে। ৭ দিনের মধ্যে দলীয় কার্যালয় করার অনুমতি দেওয়া না হলে আবার ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।