জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'চোখের পলক'-এ ওঁরা মানুষের ঘরে ভোজ্য সামগ্রী পৌঁছে দেন। ওঁদের মাথার উপরে থাকা সংস্থার নাম 'বিলিঙ্ক ইট' (Blinkit)। করোনাকালের (Covid 19) আগে তাও অনেকে মোটর বাইক ব্যবহার করতেন। কিন্তু কোভিড পরবর্তী সময় থেকে অনেকে সাইকেল অবলম্বন করে বেঁচে রয়েছেন। এ ভাবেই চলছিল কাজ। কিন্তু দিনের শেষে ঘাম-রক্ত ঝরিয়ে পরিশ্রমের পর প্রাপ্য টাকা পকেটে না ধুকলে প্রতিবাদ তো হবেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কড়া নাড়ছে দুর্গাপুজো (Durga Puja 2022)। শারদীয়ায় যখন গোটা রাজ্য মেতে উঠেছে, তখন এই 'ডেলিভারি বয়'-দের পেটে টান পড়েছে। তাই তো মঙ্গলবার সকালের দিকে ওঁরা একজোট হয়ে পথে নামলেন। 'বিলিঙ্ক ইট'-এর প্রায় ৩০০জন 'ডেলিভারি বয়' কর্ম বিরতির ঘোষাণা করলেন। মুখর হয়ে উঠল লেকটাউন যশোর রোড। মাত্র ৫০ টাকা প্রতি পার্সেলের প্রাপ্য দাবিতে ছিল আন্দোলন। 


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)