নিজস্ব প্রতিবেদন: কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো উচ্চ প্রাথমিকে নিয়োগের তালিকা প্রকাশ করল বোর্ড। কেবল সফল চাকরি প্রার্থীদের নয়, যাঁরা বিফল হয়েছেন তাঁদেরও তালিকা প্রকাশ করা হয়েছে। আগামিকাল হাইকোর্টে মামলার শুনানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, তালিকায় চাকরি প্রার্থীদের মোট নম্বর-সহ বিষয়ভিত্তিক নম্বরও রয়েছে। হাইকোর্টের নির্দেশ মতো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতেই বোর্ডের এই তালিকা প্রকাশ।


আরও পড়ুন: ভাড়া অপরিবর্তিত রেখেই রাস্তায় নামছে বাস, সরকারি আশ্বাসে সুর নরম মালিকদের


আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে ৬০ হাজার কোটি বঞ্চনার অভিযোগ ডেরেকের, ‘অপদার্থতা’ ঢাকতে সরব: Dilip


উচ্চ প্রাথমিকে সাড়ে ১৪ হাজার শূন্যপদের নিয়োগের কথা ছিল, কিন্তু তাতে বড়সড় ধাক্কা খায় রাজ্য। ইন্টারভিউ তালিকা চ্যালেঞ্জ করেন চাকরিপ্রার্থীরা। নিয়োগে স্বচ্ছতা নেই, তৈরি হয়নি মেরিট লিস্টও, এমন একাধিক অভিযোগে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট।