নিজস্ব প্রতিবেদন:  দত্তপুকুরের সুটি নদী থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ। সোমবার সকালে দত্তপুকুরের মামার দোকান এলাকা থেকে দেহটি উদ্ধার হয়েছে।
এদিন সকালে স্থানীয় মাংসের দোকানে এসেছিলেন বেশ কয়েকজন এলাকার বাসিন্দা। জল শুকিয়ে যাওয়া নদীর ধারেই ওই মাংসের দোকান। পচা গন্ধ পেয়ে তাঁরাই প্রাথমিকভাবে খোঁজ খবর করেন। এরপর থানায় খবর দিলে পুলিস গিয়ে দেখে, নদীতে এক বয়স্ক ব্যক্তির দেহ পড়ে রয়েছে।


রেশন দুর্নীতিতে ১০ দিনে ৬৩৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা, রিপোর্ট দিয়ে বিরোধীদের জবাব রাজ্যের
দেহটি উদ্ধার করা হয়। দেহের পচন দেখে পুলিসের অনুমান বেশ কিছুদিন আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে এই দেহ নদীতে ভেসে আসা সম্ভব নয়, কারণ নদীর জলের বেগ অত্যন্ত কম। পুলিস মনে করছে, খুন করেই দেহ এখানে ফেলে দেওয়া হয়েছে। আপাতত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।