১০ দিনে শোকজ ৪০০-র বেশি ডিলার, গ্রেফতার একাধিক, রিপোর্ট পেশ রাজ্যের

কিন্তু এই পদক্ষেপ কতটা কার্যকরী হয়েছে, আদৌ কতটা রোখা সম্ভব হয়েছে রেশন দুর্নীতি- একটি রিপোর্ট পেশ করল খাদ্য দফতর। পরিসংখ্যান বলছেন,  ১ মে থেকে ১০ মে পর্যন্ত দুর্নীতির অভিযোগে শোকজ করা হয়েছে ৪৪৫ জন রেশন ডিলারকে।

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: May 11, 2020, 05:27 PM IST
১০ দিনে শোকজ ৪০০-র বেশি ডিলার, গ্রেফতার একাধিক,  রিপোর্ট পেশ রাজ্যের

মৌমিতা চক্রবর্তী: " রেশনে চাল চুরি, সরু চাল সরিয়ে রেখে মোটা চাল দেওয়া, মৃত ব্যক্তির নামে রেশনকার্ডেও চাল তোলা- ভিন্ন ভিন্ন ধরনের রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে গত কয়েকদিনে। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধীরা। রেশন দুর্নীতি রুখতে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে পদক্ষেপ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে গা়ড়ি ছুটিয়েছেন সোজা ভবানীপুর- সারপ্রাইজ ভিজিটে রেশন দোকানের পরিষেবা এক্কেবারে সরেজমিনে খতিয়ে দেখেছেন।

আগামিকাল থেকে চালু হচ্ছে ট্রেন, তবে পাবেন না কী কী সুবিধা? জেনে রাখুন
গত এপ্রিল থেকে রেশনে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়া শুরু করে রাজ্য সরকার। আর তা শুরু হতেই জায়গায় জায়গায় দুর্নীতির অভিযোগে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সরিয়ে দেওয়া হয় খাদ্যসচিবকে। কিন্তু তাতেও রেশন ব্যবস্থার হাল ফেরেনি বলে দাবি বিরোধীদের।
কিন্তু এই পদক্ষেপ কতটা কার্যকরী হয়েছে, আদৌ কতটা রোখা সম্ভব হয়েছে রেশন দুর্নীতি- একটি রিপোর্ট পেশ করল খাদ্য দফতর।
পরিসংখ্যান বলছেন,  ১ মে থেকে ১০ মে পর্যন্ত দুর্নীতির অভিযোগে শোকজ করা হয়েছে ৪৪৫ জন রেশন ডিলারকে।
সাসপেন্ড করা হয়েছে ৬৯ জনকে।
পেনাল্টি হয়েছে ২৯ জনের।
আইনি ব‍্যবস্থা নেওয়া হয়েছে ৫১ জনের বিরুদ্ধে
গ্রেফতার করা হয়েছে ১৩ জন ডিলারকে
ডিলার ছাড়াও রেশন দুর্নীতিতে যুক্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে
বরখাস্ত করা হয়েছে এক জনকে
মোট ৬৩৮ জনের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হয়েছে।
পরিসংখ্যান বলছে,  রেশন নিয়েছেন মোট ৮ কোটি ৮লক্ষ ৮৯ হাজার ৫৪৫ জন। অর্থাত্ রাজ্যের ৮১.৩৪ শতাংশ মানুষ রেশন পরিষেবা নিয়েছেন।

.