জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুমিত্রা প্রকাশনীর আয়োজনে, দক্ষিণ কলকাতার যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস এর চারুবাসনায়, দিল্লি প্রবাসী লেখক অজয় গুপ্তর জীবনের স্মৃতিকথা 'জুঁই শাপলা পদ্ম আর হারানো ভিটে ' প্রকাশিত হল  ৯ মার্চ।    
লেখক অজয় গুপ্ত আদ্যোপান্ত এই দেশের মানুষ তবুও তাঁর রক্তে , হাড়ে , মজ্জায় ও মনে পড়ে আছে ওপার বাংলার স্মৃতি | নিজের ভিটে বাড়ি ছেড়ে ১৭ বছর বয়সে এই দেশে এসে শুরু হয় তাঁর নতুন জীবন সংগ্রাম | 
আরও পড়ুন: Loksabha Election 2024: নির্বাচন কমিশনের নির্দেশ! সরানো হল রাজ্যের ৪ জেলাশাসককে
বই প্রকাশ অনুষ্ঠানে লেখক অজয় গুপ্ত ছাড়াও অংশ নিয়েছিলেন লেখক শঙ্করলাল ভট্টাচার্য , অনুপ মতিলাল, বিশ্বজিৎ মতিলাল, প্রকাশক অপূর্ব গঙ্গোপাধ্যায়, আইনজীবী দেবাশীষ সিনহা, চিত্রশিল্পী সম্বর্ত ঘোষ প্রমুখ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সুমিত্রা প্রকাশনীর এই বই প্রকাশ আয়োজনে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়েছিল। ব্রততী বন্দ্যোপাধ্যায় ও ঊর্মিমালা বসুর ছাত্রছাত্রীরা অসাধারণ অনুষ্ঠান পরিবেশন করেন। সঙ্গে ছিলেন শ্রাবন্তী বসু ও সুমনা ভট্টাচার্য। একক অনুষ্ঠানে অংশ নেন সোমা মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি চক্রবর্তী, সৃঞ্জয় মৌলিক, অনুশ্রী গুপ্ত, মৌসুমী রায় ও শৌর্য ঘোষ। 
আরও পড়ুন: Garden Reach Building Collapse: ম্যারাথন উদ্ধারকাজে ইতি, গার্ডেনরিচ ছাড়ল NDRF!
লেখকের কথায়, 'এই বইটির মাধ্যমে ওপার বাংলার সংস্কৃতি ও দেশভাগের কথা জানতে পারবেন আশা রাখি বইটি সব পাঠকের ভালো লাগবে'| অনুষ্ঠান পরিচালনা করেন শাওলি মজুমদার।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)