নিজস্ব প্রতিবেদন:  প্রায় এক যুগ কেটে গিয়েছে, অবশেষে বেলেঘাটায় মা ও শিশু খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল শিয়ালদা আদালত। একইসঙ্গে অভিযুক্ত সত্য সাহার স্ত্রী নন্দিতা সাহার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ২০০৮-এর ১৪ ডিসেম্বর বেলেঘাটা জোড়ামন্দিরের কাছে খুন হন বুলু সাহা ও তাঁর এক বছরের সন্তান ইন্দ্রজিৎ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শৌচালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরা, মহিলারা স্নানে ঢুকলেই নজরদারি রেস্তরাঁ কর্মীদের


সেই দিনই ওই শিশুটির জন্মদিন ছিল। নিজের একবছরের ভাইপো এবং বৌদিকে নৃশংসভাবে খুন করেছিল বেলেঘাটার বাসিন্দা সত্য সাহা। পরে দেহ ফেলে আসে অভিযুক্তরা। জানা গিয়েছে, জমি জায়গা নিয়ে তাদের মধ্যে বিবাদ ছিল দীর্ঘদিনের। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। তার জেরেই এই কাজ বলে অভিযোগ। 


বাড়িতে কেউ না থাকার সুযোগে সত্য সাহা এবং নন্দিতা সাহা প্রথমে  বুলু সাহাকে গলায় দড়ি পেঁচিয়ে খুন করে। পরে এক বছরের ভাইপো ইন্দ্রজিৎ সাহাকে শ্বাসরোধ করে খুন করে। এই ঘটনার তদন্তে নেমে পুলিস সত্য স্ত্রী নন্দিতাকে গ্রেফতার করা হয়। তার মাস দুয়েক পরে মধ্যপ্রদেশ থেকে ধরা পড়ে সত্য। সম্পর্কে বুলু সাহার ভাসুর সত্য সাহা। সম্পত্তিজনিত বিবাদকে কেন্দ্র করেই খুন বলে জানতে পারে পুলিস।  এই ঘটনায় মোট ৪৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। অবশেষে নৃশংস ঘটনার অপরাধী শুক্রবার অপরাধীর ফাঁসির সাজা দেয় আদালত।